[ad_1]
নিজস্ব প্রতিবেদন : খরার মুহূর্তে আশার আলো জাগিয়ে গত শনিবার আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করেছে বলেই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। বর্তমানে এই নিম্নচাপটি অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোসাগরে। শক্তি সঞ্চয় করে এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
এই নিম্নচাপের প্রভাবে আগামী মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রভাব ফেলতে শুরু করবে। টানা চার দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী শনিবার থেকে নিম্নচাপ কেটে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। মাঠ ঘাট বৃষ্টির অভাবে শুকিয়ে যাওয়ায় হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টির দিকে তাকিয়ে সাধারণ মানুষ।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, উপকূলবর্তী জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তিন দিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ছাড়াও ঝড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে। স্থান বিশেষে ঝড়ো হওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা ছাড়াও দিনের ভিত্তিতে স্থান বিশেষে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, দুই বর্ধমান সহ আরও কিছু জেলাতে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।
In anticipation of formation of a Low Pressure Area over Northwest Bay of Bengal & neighbourhood around 07th August, 2022 and its likely intensification, enhanced rainfall activity very likely to occur over the districts of South Bengal during 8th to 11th August, 2022. pic.twitter.com/vUx1Cvhg2h
— IMD Kolkata (@ImdKolkata) August 6, 2022
এমনিতেই চলতি মরশুমে বৃষ্টির দেখা না মেলার কারণে বৃষ্টি নিয়ে এক প্রকার হাহাকার শুরু হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। নদী নালা জলাশয় শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। মাঠে ফসল রোপন করার কাজ তো দূরের কথা সব শুকিয়ে কাঠ হয়ে ফাটল দেখা দিয়েছে।
[ad_2]