ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ত্রিপুরায় বিজেপি বাংলার মতোই শিক্ষা পাবে বলে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ত্রিপুরায় বিজেপি বাংলার মতোই শিক্ষা পাবে বলে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
ত্রিপুরায় বিজেপি বাংলার মতোই শিক্ষা পাবে বলে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rate this post

Bengaliportal: ত্রিপুরায় বিজেপি বাংলার মতোই শিক্ষা পাবে বলে হুঁশিয়ারি দিলেন মমতা। শনিবার একাধিক জায়গায় তৃণমূলের উপর ‘হামলা’র ঘটনায় তৃণমূল নেত্রী বলেন, ‘‘বিজেপি স্বৈরতন্ত্রের সব সীমা পেরিয়ে গিয়েছে। মুখে গণতন্ত্রের বড় বড় কথা বলে। যা ঘটছে, তার পরে ওই সব কথা মানুষ আবর্জনার মতো ফেলে দেবে। যেমন ফেলে দিয়েছে বাংলায়।’’

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েক দিন আগে ত্রিপুরায় গিয়ে অবরোধ ও হামলার শিকার হয়েছিলেন। এ দিন তিনিও টুইট করে বলেন, ‘‘বিজেপির গুন্ডারা নিজেদের আসল রং দেখিয়ে দিয়েছে। বিপ্লব দেবের রাজত্বে তৃণমূলের উপরে বর্বরোচিত আক্রমণ হয়েছে। তবে তৃণমূল এক ইঞ্চি জমিও ছাড়বে না।’’ রাতে আর একটি টুইটে অভিষেক জানান, আগামিকাল ফের তিনি ত্রিপুরায় আসছেন।

বিজেপি অবশ্য ত্রিপুরায় তৃণমূলের ‘আক্রান্ত’ হওয়ার ঘটনাকে সাজানো নাটক বলেছে। তবে তাৎপর্যপূর্ণ ভাবে ওই সব ঘটনার বিরুদ্ধে ত্রিপুরার শাসক বিজেপির দিকে আঙুল তুলে কার্যত বিরোধী রাজনীতির জমিই শক্ত করতে চেয়েছে সিপিএম ও সিপিআই। আগরতলায় দলের রাজ্য সম্পাদকমণ্ডলী এ দিন এক বিবৃতিতে ‘হামলা’র ঘটনাকে ‘বিজেপির দুর্বৃত্তবাহিনীর ফাসিস্তসুলভ আক্রমণ’ হিসেবে অভিহিত করেছে। এই ধরনের আক্রমণের বিরুদ্ধে ‘গণতন্ত্রকামী’ সব মানুষকে সরব হওয়ার ডাকও দিয়েছে সিপিএম। এক সুরে বিবৃতি দিয়েছে সিপিআই-ও।

Leave a Reply