Bengaliportal: বাংলায় বিধানসভা ভোটের ঠিক আগে আন্তর্জাতিক নারী দিবস। মহিলা ভোটারদের মন কাড়তে প্রচারে এই দিনটিকে যে হাতিয়ার করবে তৃণমূল, সেই পরিকল্পনা ছিলই। সেইমতো সোমবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রার পর সভা করে নারীদের উদ্দেশে বার্তা দিলেন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। আর সেখান থেকেও নারী সুরক্ষার নামে বিজেপির উদ্দেশে দিলেন রাজনৈতিক বার্তা। নারী নিরাপত্তায় রীতিমতো পরিসংখ্যান দিয়ে বাংলার সঙ্গে গুজরাটের তুলনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, কোন রাজ্য কতটা নিরাপদ।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
মমতা বন্দ্যোপাধ্য়ায় সরকারের আমলে নারী নিরাপত্তা নিয়ে একাধিকবার নানা অভিযোগ শোনা গিয়েছে বিজেপি নেতৃত্বের গলায়। রবিবার ব্রিগেডের জনসভায় ভোটের প্রচার করতে এসে নানা ইস্যুর মাঝে প্রধানমন্ত্রী মোদিও বাংলার নারী নিরাপত্তা নিয়ে তৃণমূল সরকারকে খোঁচা দিয়েছিলেন।
তিনি আরও বলেছিলেন, নারী মুখ্যমন্ত্রীর রাজ্যে নারীরাই নিরাপদ নন। এ প্রসঙ্গে তিনি বেশ কিছু পরিসংখ্যানও দিয়েছিলেন। ঠিক তার পরেরদিন, নারী দিবসে তাঁকে জবাব দিলেন মুখ্যমন্ত্রী। এদিন কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত তৃণমূল মহিলা বাহিনীর পদযাত্রা শেষে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ”বাংলায় মেয়েরা সুরক্ষিত নয় তো কোথায় সুরক্ষিত? এখানে মেয়েরা রাত ১০টায় ঘুরে বেড়ায়, ভোর ৪টেয় ঘুরে বেড়ায় নিশ্চিন্তে। আমি বলি, মোদি-শাহের মডেল রাজ্য গুজরাট, সেখানে কী অবস্থা মেয়েদের?” পরিসংখ্যান তুলে ধরে তিনি নিজেই তার উত্তর শোনালেন। মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, ”মেয়েরাই দেশ গড়ছে, বিশ্ব গড়ছে। বাংলায় নারীদের অসম্মান মানব না। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করাই লক্ষ্য।”