ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর

বঙ্গোপসাগরে ওঠা নিম্নচাপের জেরে আগামী ৪৮ ঘন্টায় রাজ্যে অতিভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের
বঙ্গোপসাগরে ওঠা নিম্নচাপের জেরে আগামী ৪৮ ঘন্টায় রাজ্যে অতিভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের
Rate this post

Bengaliportal: গত কয়েকদিন ধরেই বাড়ছে তাপমাত্রা। ভোটের উত্তাপ যেমন বেড়েছে, তেমনই উর্ধ্বমুখী পারদও। তবে এবার রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর শোনাল আবহাওয়া দপ্তর। শনিবার বিকেলে কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

কয়েকদিন ধরেই গরম বেড়েছে রাজ্যজুড়ে। যা রীতিমতো অস্বস্তিতে রেখেছিল সাধারণ মানুষকে। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়লেও বিকেলের দিকে দক্ষিণবঙ্গের সাত জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলোতে। রবিবার কালবৈশাখীর সম্ভাবনা আরও বাড়বে। ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। এদিকে, দার্জিলিং ও কালিম্পংয়ে শনিবার সামান্য বৃষ্টি হলেও আগামী দুদিন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।

Leave a Reply