ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে উষ্ণতার পারদ চড়ালেন মিঠুনের পুত্রবধূ মাদলসা

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে উষ্ণতার পারদ চড়ালেন মিঠুনের পুত্রবধূ মাদলসা
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে উষ্ণতার পারদ চড়ালেন মিঠুনের পুত্রবধূ মাদলসা
Rate this post

Bengaliportal: আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে মিঠুন চক্রবর্তীর সাক্ষাৎ নিয়ে জল্পনা তুঙ্গে। চারদিকে যখন মহাগুরুর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে তরজা চলছে, তখন সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন তাঁর পুত্রবধূ মাদলসা শর্মা।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

প্রযোজক সুভাষ শর্মা এবং হিন্দি টেলিভিশন অভিনেত্রী শীলা শর্মার মেয়ে মাদলসা। ২০১৮ সালের ১০ জুলাই মিঠুনপুত্র মহাক্ষয় চক্রবর্তীর সঙ্গে তাঁর বিয়ে।

এক সাক্ষাৎকারে মাদলসা জানিয়েছিলেন ছোটবেলা থেকেই অভিনয় জগতে আসার স্বপ্ন ছিল তাঁর। সেই জন্য কিশোর নমিত কাপুরের কাছে প্রশিক্ষণও নিয়েছেন। নাচ শিখেছেন শ্যামক দাভর ও গণেশ আচারিয়ার কাছে। ২০০৯ সালে তেলুগু ছবির মাধ্যমে ডেবিউ করেন মাদলসা। তারপর থেকে একাধিক তামিল, তেলুগু ও কন্নড় ছবিতে অভিনয় করেছেন।

Leave a Reply