বেঙ্গলি পোর্টাল: পাকিস্তান ও চিন সীমান্ত সুরক্ষিত করতে বদ্ধ পরিকর ভারতীয় সেনাবাহিনী। তাঁদের সাহসিকতার জন্য গর্বিত সমগ দেশ। দীপাবলি উপলক্ষে জয়সলমীরে সেনাবাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানাতে গিয়ে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জয়সলমীরের লোঙ্গেওয়ালা সেনা শিবিরে জওয়ান ও আধিকারিকদের উদ্দেশে ভাষণ দেন মোদী। তিনি বলেন, “সীমান্ত সুরক্ষিত রাখায় নিয়োজিত সেনাবাহিনীর সাহসিকতার জন্য গর্বিত ভারত। লোঙ্গেওয়ালার যুদ্ধ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।” এদিন সেনা সদস্যদের পরিবারের উদ্দেশেও তিনি অভিনন্দন জানিয়েছেন।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
তিনি আরও বলেন, “সৈনিক পরিবারের সামনে আমি নতজানু হচ্ছি। ২০১৪ সালে সিয়াচেনে দীপাবলি উদযাপন করেছিলাম। অনেকেই তখন অবাক হয়েছিলেন। কিন্তু আপনারা আমায় চেনেন, উৎসবে আমি সব সময় আপনজনদের সঙ্গে থাকতে ভালোবাসি। এ বছরেও সেই ঐতিহ্যই পালন করছি।” সেনাবাহিনীর সদস্যদের মিষ্টি খাইয়ে তিনি দীপাবলীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আরও পড়ুন: ভারতকে নির্ধারিত সময়ের আগেই এস-৪০০ মিসাইল সিস্টেম দিতে চলেছে রাশিয়া