ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

প্রবীণ বিমান যাত্রীদের জন্য বিমান টিকিটের ভাড়া কমিয়ে অর্ধেক করে দিল মোদী সরকার

প্রবীণ বিমান যাত্রীদের জন্য বিমান টিকিটের ভাড়া কমিয়ে অর্ধেক করে দিল মোদী সরকার
প্রবীণ বিমান যাত্রীদের জন্য বিমান টিকিটের ভাড়া কমিয়ে অর্ধেক করে দিল মোদী সরকার
Rate this post

Bengaliportal: এবার থেকে প্রবীণ নাগরিকরাও সহজে মিলন করতে পারবেন। প্রবীণ যাত্রীদের জন্য উপহার স্বরূপ বিমান টিকিটের ভাড়া কমিয়ে করা হল অর্ধেক। বিমান মন্ত্রালয়ের তরফ থেকে জানানো হয়েছে, ৬০ বছর উর্দ্ধ কোন প্রবীণ ব্যক্তি এয়ার ইণ্ডিয়ার বিমান পরিষেবার ক্ষেত্রে অর্ধেক মূল্যের টিকিট পাবেন।

এয়ার ইণ্ডিয়ার তরফ থেকে বহু আগেই এই ধরণের স্কিমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বর্তমানে বিমান মন্ত্রালয় এয়ার ইণ্ডিয়ার এই সিদ্ধান্তকে মান্যতা দিয়েছে।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

এর জন্য যে সমস্ত শর্ত পূরণ করতে হবে সেগুলি হল:

  1. যাত্রা শুরু ৭ দিন আগে টিকিট কাটলে, তবেই এই সুবিধা পাওয়া যাবে।
  2. টিকিট কাটার পর ১ বছর পর্যন্ত এই পরিষেবা গ্রহণ করতে পারবে।
  3. যাত্রীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং ভারতে স্থায়ীভাবে বসবাস করতে হবে।
  4. বিমানে যাত্রা করার আগে অবশ্যই যেন তাঁর ৬০ বছর পূর্ণ হয়ে যায়।
  5. ইকোনমিক কেবিনে টিকিটের মূল্য ৫০ শতাংশ থাকছে।
  6. ভারতের যে কোন প্রান্তে যাত্রা করতে পারবেন।

আরও পড়ুন: ভোটে জিতলে বিনামূল্যে রেশন আবারও আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Leave a Reply