ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

এবার মাদকবিরোধী প্রচারে কলকাতা পুলিশের সঙ্গে এগিয়ে এলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব দিলেন বিশেষ বার্তাও

এবার মাদকবিরোধী প্রচারে কলকাতা পুলিশের সঙ্গে এগিয়ে এলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব দিলেন বিশেষ বার্তাও
এবার মাদকবিরোধী প্রচারে কলকাতা পুলিশের সঙ্গে এগিয়ে এলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব দিলেন বিশেষ বার্তাও
Rate this post

Bengaliportal: এবার মাদকবিরোধী প্রচারে কলকাতা পুলিশের সঙ্গে এগিয়ে এলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবও। International Day Against Drug Abuse and Illicit Trafficking দিবস উপলক্ষে বিশেষ বার্তা দিলেন ঘাটালের সাংসদ। তাঁর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হল কলকাতা পুলিশের পক্ষ থেকে। নিজের টুইটার হ্যান্ডেলে দেব নিজেও সেটি শেয়ার করলেন।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

কীভাবে কেরিয়ারে বিভিন্ন ওঠা-নামা সমালেছেন সেই কথাই মাদকবিরোধী ওই ভিডিওতে তুলে ধরেন অভিনেতা-সাংসদ। ভিডিওয় দেবকে বলতে শোনা যায়, “আমি কেরিয়ারে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। কিন্তু, কখনও হাল ছাড়িনি। কেরিয়ারে কখনও ভাল সময়, কখনও খারাপ সময় গেছে। কিন্তু, এটা কখনও মনে হয়নি যে আমার ড্রাগস নেওয়া উচিত। বন্ধুরা একটাই কথা বলব, ড্রাগস কখনও আপনার কঠিন সময়কে সহজ করে দিতে পারে না। আবার এটাও সত্যি, আপনার ভাল সময় আনন্দটাকে দ্বিগুণ করে দিতে পারে না। প্রথম দিনেই ড্রাগসকে ‘না’ বলুন। শুধু নিজের জন্য নয় পরিবারের জন্য, বন্ধুবান্ধবদের জন্য। এটা শুধু আপনাকে নয়, সবাইকে শেষ করে দেবে। আপনাদের জমানো টাকা, ঘরবাড়ি, সম্পর্ক সব শেষ হয়ে যাবে। তাই আপনাদের অনুরোধ, ড্রাগসের নেশা থেকে বেরিয়ে আসুন। নেশা যদি করতেই হয় তাহলে, খেলাধূলা, গানবাজনা, ড্রামা, পৃথিবীতে অনেক ভাল ভাল জিনিস আছে। সেটা আপনার মন ভাল করে দিতে পারে। জানি, যাঁরা নেশায় যুক্ত আছেন, বেরতে পারছেন না তাঁরা ভাবছেন এই কথাগুলোর কোনও দাম নেই।

কিন্তু, মনে রাখবেন মানুষ মানেই চেষ্টা। আপনারা যদি চেষ্টা করেন। তাহলে বেরোতে পারবেন। বাবা-মা, স্ত্রী-বাচ্চা, বন্ধু-বান্ধবদের কথা ভাবুন। একটাই অনুরোধ, Say no to Drugs।”

Leave a Reply