ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

DVC ব্যারেজে থেকে জল ছাড়ায় ঘাটালে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্ক করলেন সাংসদ দেব

DVC ব্যারেজে থেকে জল ছাড়ায় ঘাটালে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্ক করলেন সাংসদ দেব
DVC ব্যারেজে থেকে জল ছাড়ায় ঘাটালে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্ক করলেন সাংসদ দেব

Bengaliportal: একদিকে বাঁকুড়া-পুরুলিয়ার উঁচু এলাকা থেকে জলের স্রোত আসছে, অন্যদিকে DVC ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। যার ফলে নদীর বাঁধ উপছে জল ঢুকে পড়েছে বিভিন্ন জায়গায়। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতিতে। সমস্ত বিষয়ের উপর নজর রাখছেন সাংসদ দেব। ঘাটালবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ তাঁর।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

শুক্রবার ফেসবুকে দেব জানান, ডিভিসি ব্যারেজ থেকে জল ছাড়ার জন্য মনসুকা এবং ঘাটাল পৌরসভার ১, ২, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ নম্বর ওয়ার্ডে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পুরো বিষয়টির খেয়াল রাখার জন্য তাঁর প্রতিনিধিরা সেখানে রয়েছেন। দেব নিজেও সমস্ত কিছুর উপর নজর রাখছেন বলে জানান। এরপরই তারকা সাংসদ লেখেন, “প্রশাসনের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার ফলে পরিস্থিতি এই মুহূর্তে আমাদের অনুকূলে আছে| অযথা আতঙ্কিত হবেন না, সকলে সুস্থ ও সুরক্ষিত থাকুন।”

Leave a Reply