National Institute For Locomotor Disabilities Recruitment 2022: রাষ্ট্রীয় গতিশীল দিব্যাঙ্গজন সংস্থা National Institute For Locomotor Disabilities Recruitment 2022 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। National Institute For Locomotor Disabilities Recruitment 20221 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
National Institute For Locomotor Disabilities Recruitment 2022 – কলকাতায় NILD তে কর্মী নিয়োগ
NILD Recruitment 2022: রাষ্ট্রীয় গতিশীল দিব্যাঙ্গজন সংস্থায় নিয়োগ চলছে। ৫ জুলাই ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীকে।
রাজ্যে কেন্দ্রীয় সরকারি চাকরিতে যোগদানের বড় সুযোগ। রাষ্ট্রীয় গতিশীল দিব্যাঙ্গজন সংস্থা বা ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসেবিলিটিস (National Institute For Locomotor Disabilities)এ নিয়োগ চলছে। এমবিবিএস করা প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।
National Institute For Locomotor Disabilities Recruitment 2022 শূন্যপদ
১ টি শূন্যপদের জন্য নিয়োগ করা হচ্ছে।
National Institute For Locomotor Disabilities Recruitment 2022 পদের নাম
সিনিয়র রেসিডেন্ট (Senior Resident) পদে নিয়োগ করা হবে।
National Institute For Locomotor Disabilities Recruitment 2022 নিয়োগকারী সংস্থা
রাষ্ট্রীয় গতিশীল দিব্যাঙ্গজন সংস্থা বা ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসেবিলিটিস (National Institute For Locomotor Disabilities)
National Institute For Locomotor Disabilities Recruitment 2022 শিক্ষাগত যোগ্যতা
NILD-র সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী উক্ত পদে ইন্টারভিউ দেওয়ার জন্য কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস (MBBS) পাস করতে হবে।
National Institute For Locomotor Disabilities Recruitment 2022 আবেদন ফি
SC/ST/মহিলা/ PH প্রার্থীদের কোনও ফি দিতে হবে না। বাকি অন্যান্য প্রার্থীদের ৩০০ টাকা করে আবেদন ফি লাগবে। ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে এই ফি জমা করতে হবে।
National Institute For Locomotor Disabilities Recruitment 2022 নির্বাচন পদ্ধতি
এই পদের জন্য যোগ্য প্রার্থী বেছে নেওয়ার ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বেছে নেওয়া হবে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ
National Institute For Locomotor Disabilities Recruitment 2022 ইন্টারভিউয়ের দিন
৫ জুলাই ২০২২ইন্টারভিউয়ের দিন নির্ধারিত হয়েছে।
National Institute For Locomotor Disabilities Recruitment 2022 ইন্টারভিউয়ের স্থান
রাষ্ট্রীয় গতিশীল দিব্যাঙ্গজন সংস্থা, বি. টি. রোড, বনহুগলি, কলকাতা-৭০০০৯০ (NILD, B. T. Road, BonHooghly, Kolkata-700090)
National Institute For Locomotor Disabilities Recruitment 2022 প্রয়োজনীয় নথিপত্র
নির্ধারিত দিনে বায়ো ডাটা ও নিজের অ্যাটেস্টেড অন্যান্য নথিপত্র সঙ্গে নিয়ে ইন্টারভিউস্থলে উপস্থিত থাকতে হবে।
Important Link
অফিসিয়াল নোটিশ | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
Disclaimer: Bengaliportal.com কোনো ধরনের সরকারি বা বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত নয়। এখানে Bengaliportal.com শুধুমাত্র সরকারি চাকরির খবর প্রদান করে। আমরা বিভিন্ন অনলাইন এবং অফলাইন মাধ্যম থেকে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি সংগ্রহ করে পাঠকদের উপস্থাপন করি। আমরা প্রার্থীদের পরামর্শ দিচ্ছি ভালো করে যাচাই করে তবেই আবেদন করুন। এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোনো অসাবধানতা বশত ত্রুটির জন্য আমরা দায়ী নই।