গ্রামীণ উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগ 2023 – NIRDPR Recruitment 2023: কেন্দ্রীয় সরকার দ্বারা গ্রামীণ উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। National Institute of Rural Development and Panchayati Raj (NIRDPR) এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট ১৪১টি শূন্যপদে Young Fellow নিয়োগ করা হবে। সমস্ত ভারতীয় নাগরিক এখানে আগামী ৮ মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি, বেতন এবং প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে পুরো খবরটি পড়ুন।
গ্রামীণ উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগ 2023 – NIRDPR Recruitment 2023
নিয়োগ সংস্থা | National Institute of Rural Development and Panchayati Raj (NIRDPR) |
---|---|
পদের নাম | Young Fellow |
মোট শূন্যপদ | ১৪১ টি |
বেতন (₹) | ৩৫,০০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | nirdpr.org.in |
গ্রামীণ উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগ 2023 – NIRDPR Recruitment 2023
পদের নাম (Post Name)
এখানে National Institute of Rural Development and Panchayati Raj (NIRDPR) এর পক্ষ থেকে Young Fellow পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
NIRDPR এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব রাজ্য মিলিয়ে মোট ১৪১টি শূন্যপদ রয়েছে এবং পশ্চিমবঙ্গ রাজ্যে মোট ৩ টি শূন্যপদ রয়েছে। রাজ্য ভিত্তিক শূন্যপদের সংখ্যা নিচের ছকে দেওয়া হয়েছে।
রাজ্যের নাম | শূন্যপদের সংখ্যা |
---|---|
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ০২ টি |
অন্ধ্র প্রদেশ | ১০ টি |
অরুণাচল প্রদেশ | ০২ টি |
আসাম | ১৩ টি |
বিহার | ০৪ টি |
ছত্তিশগড় | ০৭ টি |
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ | ০২ টি |
গোয়া | ০২ টি |
গুজরাট | ০৫ টি |
হিমাচল প্রদেশ | ০৪ টি |
জম্মু ও কাশ্মীর | ০৪ টি |
ঝাড়খণ্ড | ০৬ টি |
কর্ণাটক | ০৩ টি |
লাদাখ | ০২ টি |
মধ্য প্রদেশ | ১৩ টি |
মহারাষ্ট্র | ০৪ টি |
মণিপুর | ০৪ টি |
মেঘালয় | ০২ টি |
মিজোরাম | ০১ টি |
নাগাল্যান্ড | ০১ টি |
ওড়িশা | ১১ টি |
রাজস্থান | ০৪ টি |
সিকিম | ০২ টি |
তামিলনাড়ু | ০২ টি |
তেলেঙ্গানা | ০৮ টি |
ত্রিপুরা | ০৯ টি |
উত্তর প্রদেশ | ০৩ টি |
উত্তরাখণ্ড | ০৮ টি |
পশ্চিমবঙ্গ | ০৩ টি |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এখানে আবেদন করার জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সোশ্যাল সায়েন্স-এ মাস্টার ডিগ্রি/পোস্ট গ্রাজুয়েসন ডিপ্লোমা করা থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
NIRDPR-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে সর্বোচ্চ ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। বয়সের হিসেব ধরা হবে ১ এপ্রিল ২০২৩ তারিখ অনুযায়ী। এছাড়াও এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।
- আরও পড়ুন: ব্রডকাস্টিং লিমিটেডে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: সড়ক পরিবহন দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যের বিদ্যুৎ দপ্তরে চাকরি
- আরও পড়ুন: কেন্দ্রীয় বিদ্যুৎ বিভাগে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্য সমাজ কল্যাণ দফতরে কেস ওয়ার্কার নিয়োগ
- আরও পড়ুন: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে গ্রুপ-C অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
- আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীতে হেড কনস্টেবল নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান নর্থ ওয়েস্টার্ন রেলওয়েতে চাকরি
- আরও পড়ুন: মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে ক্লার্ক নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশে এক্সিস ব্যাংকে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে MTS পদে চাকরি
- আরও পড়ুন: ভারতীয় স্টেট ব্যাংকে প্রচুর স্টাফ নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসে BSF হেড কনস্টেবল নিয়োগ
- আরও পড়ুন: এসএসসি সিজিএল নিয়োগ 2023
- আরও পড়ুন: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স টেকনিক্যাল এবং ট্রেডসম্যান নিয়োগ
- আরও পড়ুন: ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে অফিসার নিয়োগ
- আরও পড়ুন: সাউদার্ন রেলওয়েতে বিভিন্ন পদে চাকরি
বেতন (Salary)
গ্রামীণ উন্নয়ন দপ্তরে Young Fellow পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৩৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)
আগ্রহী ও যোগ্য পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রথমে National Institute of Rural Development and Panchayati Raj এর অফিসিয়াল ওয়েবসাইট career.nirdpr.in-তে যেতে হব। এরপর অনলাইন আবেদনপত্র পূরণ করে সাবমিট করতে হবে এবং আবেদন মূল্য জমা করতে হবে (যদি প্রয়োজন হয়)। আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে দেখবেন।
আবেদন মূল্য (Application Fee)
এখানে আবেদন করার জন্য ৩০০/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST/PWD পর্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য জমা দেওয়ার প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
NIRDPR-তে Young Fellow পদে আবেদন করার শেষ তারিখ হলো ৮ মে, ২০২৩।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৬.০৪.২০২৩ |
আবেদন শুরু | ২৬.০৪.২০২৩ |
আবেদন শেষ | ০৮.০৫.২০২৩ |
Important Links
অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
অফিসিয়াল ওয়েবসাইট: nirdpr.org.in