ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

বিতর্কের অবসান ঘটিয়ে, জনসমক্ষে আসতে চলেছেন সাংসদ-অভিনেত্রী নুসরত

বিতর্কের অবসান ঘটিয়ে, জনসমক্ষে আসতে চলেছেন সাংসদ-অভিনেত্রী নুসরত
বিতর্কের অবসান ঘটিয়ে, জনসমক্ষে আসতে চলেছেন সাংসদ-অভিনেত্রী নুসরত
Rate this post

Bengaliportal : ছেলে ঈশান কে জন্ম দেওয়ার পরও থামে নি বিতর্ক | কলকাতার একটি নামি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন নুসরাত জাহান। কোনো কিছুকে তোয়াক্কা না করেই নিজের প্রেগন্যান্সি নিয়ে সর্বসমক্ষে কথা বলেছেন সাংসদ-অভিনেত্রী। এমনকি হাসপাতাল থেকে বাড়ি ফেরা পর্যন্ত সর্বক্ষণ সঙ্গে ছিলেন যশ দাসগুপ্ত । তা নিয়েও চর্চার শেষ ছিল না।

সরাসরি না বললেও যশের সঙ্গে নিজেদের সম্পর্ককে লুকিয়ে রাখেন নি তিনি। শোনা যাচ্ছে যশের সাথে নাম মিল করিয়েই ছেলের নাম রেখেছেন ‘Yishaan’। এখন বালিগঞ্জের পাম এভিনিউতে ঈশানকে নিয়ে রয়েছেন নুসরাত। সঙ্গে রয়েছেন যশও। এরইমধ্যে জানা গিয়েছে মা হওয়ার পর এই প্রথম সর্বপ্রথম জন সমক্ষে আসতে চলেছেন সাংসদ অভিনেত্রী নুসরত |

গোটা প্রেগন্যান্সি পিরিয়ডে নিজের কিছু না কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন নুসরাত। পাশাপাশি মা হওয়ার পরও পোস্ট পেগন্যান্সি লুকের ছবিতে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছেন অভিনেত্রী। এরই মধ্যে তাঁর পুরনো ফটোশুটের একগুচ্ছ ছবি একবারে শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যকাউন্টে। নতুন মায়ের দায়িত্ব পালনের সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী। কাজের প্রতি ও যথেষ্ট দায়িত্বশীল নতুন মা। সূত্র মারফত জানা গিয়েছে আগামী কাল অর্থাত বুধবার তিনি জনসমক্ষে আসবেন |

প্রসঙ্গত একটি স্যালোঁ-র উদ্বোধনে যোগদান করবেন অভিনেত্রী। প্রোগ্রামটি ভবানীপুরে। বিকেল পাঁচটা নাগাদ সেই স্যালোঁতে বিশেষ অতিথি হিসেবে হাজির থাকবেন নুসরাত জাহান। ইতিমধ্যে সেই আমন্ত্রণও এসে পৌঁছেছে সংবাদমাধ্যমগুলির কাছে। ছেলেকে সামলানোর সঙ্গে নিজের সমস্ত কমিটমেন্টের দিকেও খেয়াল রাখছেন সংসদ-তারকা। তবে এদিন ছেলে বাড়িতেই থাকবে।

আরো পড়ুন : ত্রিপুরায় খেলা হবে দিবসের পর রাখিবন্ধন উত্সব পালনে মাতলো তৃনমূল

এখনও পর্যন্ত ছেলে ইশানের কোনো ছবি শেয়ার করেনননি কোনো সোশ্যাল মিডিয়ায় যার জন্য অধীর আগ্রহে বসে তার অনুগামীরা । এদিকে ঈশানের জন্মের পর প্রথমবার সকলের সামনে আসবেন নুসরাত জাহান। তবে ছেলের জন্মের পর তাঁর চেহারায় একটুও পরিবর্তন আসেনি। যেখানে মা হওয়ার পর পরিবর্তন এসেছিল শুভশ্রী গাঙ্গুলীর দেহের গড়নে। যেটা স্বভাবত হয়েই থাকে। যার জন্য তাঁকে নেটিজেনদের তরফ থেকে অনেক বিদ্রুপ সহ্য করতে হয়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন অভিনেত্রী। যা দেখে হতবাক হয়েছে নেটপাড়া। এই মুহূর্তে তাঁর প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্সের দিকে তাকিয়ে রয়েছে ভক্তকূল। তবে কবে থেকে তিনি আবার কাজে ফিরবেন অর্থাত নতুন কোনো সিনেমা করবেন তা নিয়ে এখুনি কিছু জানা যায় নি | কিন্তু তাঁর কালকের এই জন সমক্ষে আসা নিয়ে অনুগামীদের মধ্যে উত্সাহ বাড়ছে |

Leave a Reply