ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ফায়ার সেফটি অফিসার পদে কর্মী নিয়োগ – PNB Fire Safety Officer Recruitment 2022

PNB Fire Safety Officer Recruitment 2022
PNB Fire Safety Officer Recruitment 2022
Rate this post

[ad_1]

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ফায়ার সেফটি অফিসার পদে কর্মী নিয়োগ – PNB Fire Safety Officer Recruitment 2022

PNB Fire Safety Officer Recruitment 2022: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকরির সুযোগ। বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। একাধিক পদে নিয়োগ করা হবে। এই নিয়োগ সম্বন্ধে সকল বিস্তারিত তথ্য জেনে নিন।

PNB Fire Safety Officer Recruitment 2022 পদের নাম

ফায়ার সেফটি অফিসার (Fire Safety Officer) পদে নিয়োগ করা হবে।

PNB Fire Safety Officer Recruitment 2022 মোট শূন্যপদ

মোট ২৩ টি পদে নিয়োগ করা হবে। এর মধ্যে ১১ টি অসংরক্ষিত, ৩ টি তফসিলি জাতি, ১ টি তফসিলি উপজাতি, ৬ টি ওবিসি ও ২ টি আসন আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে।

PNB Fire Safety Officer Recruitment 2022 শিক্ষাগত যোগ্যতা

এই পদের জন্য আবেদনকারীকে নাগপুরের এনএফএসসি থেকে বিই (ফায়ার) কোর্স করে থাকতে হবে বা AICTE/UGC অনুমোদিত যেকোনও বিশ্ববিদ্যালয় থেকে ফায়ার টেকনোলজি/ ফায়ার ইঞ্জিনিয়ারিং / সেফটি নিয়ে চার বছরের স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে।

PNB Fire Safety Officer Recruitment 2022 পদের নাম

ম্যানেজার (সিকিউরিটি)

PNB Fire Safety Officer Recruitment 2022 মোট শূন্যপদ

৮০ টি পদের জন্য নিয়োগ করা হবে। এর মধ্যে ৩৩ টি অসংরক্ষিত, ১২ টি তফসিলি জাতি, ৬ টি তফসিলি উপজাতি, ২১ টি ওবিসি ও ৮ টি আসন আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে।

PNB Fire Safety Officer Recruitment 2022 শিক্ষাগত যোগ্যতা

AICTE/ UGC অনুমোদিত যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও শাখায় স্নাতক পাস হতে হবে আবেদনকারীকে। এর পাশাপাশি সেনা, নৌসেনা বা বায়ুসেনায় আধিকারিক পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

PNB Fire Safety Officer Recruitment 2022 বয়সসীমা

এই দুটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স ২০২২ সালের ১ জুলাই অনুযায়ী ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। কেন্দ্রীয় সরকারের সংরক্ষণ নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে।

PNB Fire Safety Officer Recruitment 2022 নিয়োগ পদ্ধতি

প্রথমে আবেদনপত্র যাচাই করা হবে। তারপর লিখিত বা অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা পরখ করে নেওয়া হবে।

PNB Fire Safety Officer Recruitment 2022 আবেদন পদ্ধতি

অফলাইনেই করা যাবে আবেদন। প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদন পত্র পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন।

PNB Fire Safety Officer Recruitment 2022 আবেদনপত্র পাঠানোর ঠিকানা

Chief Manager (Recruitment Section), HRD Division, Punjab National Bank, Corporate Office, Plot No-4, Sector-10, Dwarka, New Delhi-110075

PNB Fire Safety Officer Recruitment 2022 আবেদন ফি

SC/ST/PWD প্রার্থীদের ৫৯ টাকা আবেদন ফি দিতে হবে। অন্যান্য প্রার্থীদের ফি বাবদ ১০০৩ টাকা দিতে হবে।

এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন

[ad_2]

Leave a Reply