ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

রেলটেল কর্পোরেশনে প্রচুর কর্মী নিয়োগ 2023 – RailTel Corporation of India Recruitment 2023

RailTel Corporation of India Recruitment 2023
RailTel Corporation of India Recruitment 2023

রেলটেল কর্পোরেশনে প্রচুর কর্মী নিয়োগ 2023 – RailTel Corporation of India Recruitment 2023: সম্প্রতি রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জেনারেল ম্যানেজার ফিনান্স পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

রেলটেল কর্পোরেশনে প্রচুর কর্মী নিয়োগ 2023 – RailTel Corporation of India Recruitment 2023

সংস্থারেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড
পদের নামজেনারেল ম্যানেজার ফিনান্স
শূন্যপদের সংখ্যা
কাজের স্থানবিশদ দেখুন
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅফলাইন
আবেদনের শেষ তারিখবিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৩০ দিনের মধ্যে

রেলটেল কর্পোরেশনে প্রচুর কর্মী নিয়োগ 2023 – RailTel Corporation of India Recruitment 2023

RailTel Corporation of India Recruitment 2023 শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

RailTel Corporation of India Recruitment 2023 আবেদনের যোগ্যতা

প্রার্থীদের এস্টাব্লিশমেন্ট, এক্সপেন্ডিচার, বুক কিপিং, ট্যাক্সেশন, টেন্ডার্স, প্রজেক্ট ওয়ার্কে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও রেলওয়েতেও কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

RailTel Corporation of India Recruitment 2023 বয়সসীমা

যাঁরা এসএজি লেভেলের নিচে রয়েছেন তাঁদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৫৮ বছর এবং যাঁরা এসএজি-র ওপরে রয়েছেন তাঁদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৫৬ বছর।

RailTel Corporation of India Recruitment 2023 বেতন

প্রার্থীদের মাসিক বেতন ১২০২০০- ২৮০০০০ টাকা।

RailTel Corporation of India Recruitment 2023 আবেদন পদ্ধতি

প্রার্থীদের আবেদনপত্র পূরণ করে এই ঠিকানায় পাঠাতে হবে:

‘Corporate Office/RCIL, East Kidwai Nagar, New Delhi’

RailTel Corporation of India Recruitment 2023 আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ০৫.০৬.২০২৩ তারিখ থেকে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৩০ দিনের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। অফলাইনে আবেদনপত্র জমা করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

Leave a Reply