ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ত্রিপুরায় খেলা হবে দিবস পালনের পর রাখিবন্ধন উৎসবে মেতে উঠতে চলেছে তৃণমূল

ত্রিপুরায় খেলা হবে দিবস পালনের পর রাখিবন্ধন উৎসবে মেতে উঠতে চলেছে তৃণমূল
ত্রিপুরায় খেলা হবে দিবস পালনের পর রাখিবন্ধন উৎসবে মেতে উঠতে চলেছে তৃণমূল

Bengaliportal: এবার ত্রিপুরার খেলা হবে দিবস পালনের পর রাখিবন্ধন উৎসব পালন করতে চলছে তৃণমূল কংগ্রেস। বঙ্গে তৃণমূল এই উৎসব পালন করে আসছে অনেক দিনই। কিন্তু ত্রিপুরার নির্বাচনকে সামনে রেখে একেবারে কোমর বেঁধে নেমেছে তৃণমূল। ঠিক হয়েছে দলের ছাত্র-যুবদের সামনে রেখে আগামিকাল, রবিবার রাখিবন্ধনের দিন একেবারে রাস্তায় নেমে অকাতরে রাখি বিলোনো হবে। পথচলতি সকলকে হাতে হাতে পরিয়ে দেওয়া হবে রাখি।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

সদ্য সে রাজ্য থেকে যোগদান কর্মসূচি করিয়ে ফিরেছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর আগে গিয়েছিলেন যুবনেত্রী সায়নী ঘোষ। সম্প্রতি জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা। বস্তুত, ত্রিপুরায় সবরকমভাবে দলকে নানা কর্মসূচির মধ্যে রাখতে চাইছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

সদ্য সেখানে তিন দফায় নানা কর্মসূচি করতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছে তৃণমূলকে। একেবারে শেষ পর্বে দুই সাংসদ দোলা সেন, অপরূপা পোদ্দাররা দলের ‘খেলা হবে’ দিবসের কর্মসূচি করতে গিয়ে আক্রান্ত হন। মারাত্মক জখম হন দোলা সেনের আপ্তসহায়ক। তার মধ্যেই বড় আকারে কর্মসূচি করা হয়। গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভও দেখান তৃণমূল সাংসদরা। এর পরের কর্মসূচি হিসাবেই রাখিবন্ধন উৎসবকে সামনে রাখা হচ্ছে।

Leave a Reply