ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

গান ছেড়ে রানুর বাড়ির পিছনে বালি ফেলছেন হিমেশ রেশমিয়া, বেফাঁস মন্তব্য রানুর

গান ছেড়ে রানুর বাড়ির পিছনে বালি ফেলছেন হিমেশ রেশমিয়া, বেফাঁস মন্তব্য রানুর
গান ছেড়ে রানুর বাড়ির পিছনে বালি ফেলছেন হিমেশ রেশমিয়া, বেফাঁস মন্তব্য রানুর
Rate this post

Bengaliportal : কয়েক বছর আগে সরাসরি রানাঘাট থেকে পাড়ি দিয়ে বিখ্যাত হয়েছিলেন রানাঘাটের রাণু মন্ডল । রানাঘাট স্টেশন থেকে তিনি পৌঁছে গিয়েছিলেন বলিউডের সুরকার হিমেশ রেশমিয়া কাছে, যিনি তার ট্যালেন্ট কে বুঝতে পেরে কাজ দিয়েছিলেন আর এই হিমেশকে নিয়ে বেফাঁস মন্তব্য করলেন রাণু।

সম্প্রতি সোশ্এযাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটা ভিডিও টে দেখা যায় এক ব্যক্তি রানু মন্ডল কে জিজ্ঞাসা করে জে তাঁর সঙ্গে হিমেশের আর কথা হয় কিনা! রাণু আচমকাই বলেন, তিনি নাকি সেদিন হিমেশকে দেখেছিলেন টেম্পো করে বালি নিয়ে এসে তাঁর বাড়ির পিছনে ফেলতে। পরে তাঁকে আবার এই একই প্রশ্ন করা হলে, তখনও তিনি আবারও একই উত্তর দেন।

রাণুর এই ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় তাঁকে ট্রোল করা শুরু হয়। অনেকেই বলতে থাকেন, নাম-যশ-খ‍্যাতির থেকেও ওনার মানসিক চিকিৎসার দরকার। ভিডিওটি দেখে অনেকের সন্দেহ হয়েছে, রাণুর মাথার ঠিক নেই, ভারসাম্যহীনতায় ভুগছে | অপরদিকে নেটিজেনদের একাংশ রাণুকে ট্রোল করার প্রতিবাদ করেছেন। তাঁরা বলেছেন, রাণু যদি মানসিক ভারসাম্যহীন হয়ে থাকেন, তাহলে তাঁকে অযথা ট্রোল করা উচিত নয়। অনেকেই রাণুকে করা কুরুচিকর ট্রোলের প্রতিবাদ করেছেন।

আরো পড়ুন : বিতর্কের তোয়াক্কা না করে কাজে ফিরছেন মা নুসরত

কয়েক বছর আগে সমাজসেবী অতীন্দ্র রায় এর মাধ্যমে বলিউডের স্টুডিওতে পৌঁছে গিয়েছিলেন রাণু। সেখানে হিমেশের সঙ্গে ‘তেরি মেরি কাহানী’ রেকর্ড করেছিলেন রাণু যা ভাইরাল হয়ে গিয়েছিল। পুজোর সময় সময় প্যান্ডেলে প্যান্ডেলে এই গান মানুষের মনে জায়গা করে নেয় আর রাতারাতি সেলিব্রিটি হয়ে যান রানাঘাটের রানু মন্ডল । কিন্তু এবার এই ভিডিওটি ভাইরাল হতেই রাণুকে নিয়ে অজস্র প্রশ্ন উঠতে শুরু করেছে আর শুরু হয়েছে তাঁকে নিয়ে মজার মজার মীম তৈরী |

Leave a Reply