ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

চোখে চশমা মুখে মিষ্টি হাসি, খালি গলায় দুর্দান্ত হিন্দি গান গেয়ে নেটিজেনদের মুগ্ধ করলেন রানু মন্ডল, ভাইরাল ভিডিও

Ranu Mondal Popula Song
Ranu Mondal Popula Song
Rate this post

[ad_1]

কিন্তু এবার অর্পণ রায় নামের এক ইউটিউবারের আবদার মেটালেন রানু মন্ডল। তাকে গান গাইতে বলেন অর্পণ। সাথে সাথেই তিনি একদম গান করার জন্য তৈরী হয়ে গেলেন। সাথে সাথেই গান ধরলেন ‘গোরি তেরা গাঁও বাড়া পেয়ারা’। দারুন ভাবেই গানটি গাইলেন তিনি তা বলার অপেক্ষা রাখে না। সাথেই অর্পণ বলে আরও একটি গান করতে। তখনই সে আরও একটা গান ধরলেন ‘কাই দিন সে মুঝে কই সপ্না’।

পর পর দুটো গান রেওয়াজ ও প্রতিদিন প্র্যাক্টিস না করার পরেও দুর্দান্ত করলেন তিনি। যার প্রশংসা করেছেন নেটিজেনরা নিজেও। ভিডিওটি কার্যত এখন ব্যাপক ছেয়ে গেছে দর্শক মহলে। তবে এটুকুই নয় ভিডিওটি যে হাজার হাজার ভিউস নিয়ে আসবে অনায়েসেই তা বোঝা যাচ্ছে। আপনারাও দেখুন রানু মন্ডলের এই দুর্দান্ত পারফরমেন্স আর কেমন হয়েছে তা জানাতে ভুলবেন না যেন।

[ad_2]

Leave a Reply