ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

৫৯ বছর বয়সে প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপএ পেয়ে আনন্দে আপ্লুত পশ্চিম মেদিনীপুরের মেনকা

৫৯ বছর বয়সে প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপএ পেয়ে আনন্দে আপ্লুত পশ্চিম মেদিনীপুরের মেনকা
৫৯ বছর বয়সে প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপএ পেয়ে আনন্দে আপ্লুত পশ্চিম মেদিনীপুরের মেনকা
Rate this post

Bengaliportal: তাঁর বয়স ৫৯ বছর ৩ মাস। এই বয়সেই প্রাথমিক স্কুলের ‘দিদিমণি’ হলেন মেনকা মুন্ডা বিষই। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের এই প্রৌঢ়াকে সোমবার চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই মেনকার হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। কৃষ্ণেন্দু বলছিলেন, ‘‘ওঁর হাতে নিয়োগপত্র তুলে দিতে পেরে নিজেরও ভাল লেগেছে। নিজে হাতে ওঁকে মিষ্টি খাইয়েছি।’’ আপ্লুত মেনকাও। বলছিলেন, ‘‘দিদিমণি ডাকটা শোনার জন্যই তো এত বছরের অপেক্ষা।’’ মেনকার বাড়ি সবংয়ের বিষ্ণুপুরের মাসমপুরে। বিষ্ণুপুরের প্রাথমিক স্কুলেই চাকরি পেয়েছেন তিনি। মঙ্গলবার স্কুলে গিয়ে যোগদান করেছেন। তবে স্কুল এখন বন্ধ। যদি পুজোর পরে খোলে তবে প্রায় ৯ মাস চাকরির সুযোগ পাবেন মেনকা। তাঁর স্বামীও অশোক বিষই অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক।

উল্লেখ্য, মেনকা-সহ সোমবার জেলায় ১১ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে কলকাতা হাই কোর্টের নির্দেশেই। ওই ১১ জনই ১৯৯৬ সালের প্যানেলভুক্ত। তৎকালীন অবিভক্ত মেদিনীপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠে। হাই কোর্টে দীর্ঘদিন সে মামলা চলেছে। শেষ হাসি হেসেছেন মামলাকারীরাই।

Leave a Reply