ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

নতুন বছর শুরুর আগেই হয়তো শ্রাবন্তীকে ফিরে পেতে চাইছেন রোশন

নতুন বছর শুরুর আগেই হয়তো শ্রাবন্তীকে ফিরে পেতে চাইছেন রোশন
নতুন বছর শুরুর আগেই হয়তো শ্রাবন্তীকে ফিরে পেতে চাইছেন রোশন
Rate this post

Bengaliportal: স্বামী-স্ত্রী -র সম্পর্কের ফাটল ধরেছে অনেক আগেই। চেষ্টা করেও তা লুকিয়ে রাখতে পারেননি শ্রাবন্তী বা রোশন। সোশ্যালে মিডিয়ায় বারবারই প্রকাশ্যে এসে দাঁড়িয়েছে তাঁদের ব্যক্তিগত মনো মালিন্য। কখনও ইঙ্গিতবাহী পোস্ট করে, আবার কখনও একে অন্যের সঙ্গে ছবি সরিয়ে শিরোনামে উঠে এসেছেন তাঁরা।

কিন্তু এত সব কিছুর মধ্যেও নতুন বছর শুরুর আগেই হয়তো শ্রাবন্তীকে ফিরে পেতে চাইছেন রোশন।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

অন্তত তেমনটাই ইঙ্গিত করছে শ্রাবন্তীর স্বামী রোশন সিংহের ইনস্টাগ্রাম। রবিবার রাতে ৩টি স্টোরি পোস্ট করেন তিনি। প্রথম দুটি নেহাতই ব্যাঙ্গাত্মক হলেও, চোখ আটকে যায় তৃতীয়টিতে। ভিড়ের মাঝে একা দাঁড়িয়ে এক যুবক। তার চারপাশে সকলে যখন নিজের সঙ্গীকে নিয়ে ভালবাসায় ব্যস্ত, তখন সে হাপুস নয়নে তাকিয়ে ভালবাসার জুটির দিকে। এই ছবির উপরেই রোশন লিখে দিলেন, “মাই কন্ডিশন”। অর্থাৎ, নিজের একা লাগাকেই যেন সকলের সামনে তুলে ধরতে চাইলেন রোশন।

আরও পড়ুন: অসুস্থ অভিনেতা মিঠুন চক্রবর্তী, অসহ্য যন্ত্রণা নিয়েই শুটিং করলেন “দ্য কাশ্মীর ফাইলস” সিনেমার

Leave a Reply