ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

খুব শীঘ্রই অনলাইনে মুক্তি পেতে চলছে নেতাজীর উপর নির্মিত শর্ট ফিল্ম “প্রশ্ন”

খুব শীঘ্রই অনলাইনে মুক্তি পেতে চলছে নেতাজীর উপর নির্মিত শর্ট ফিল্ম "প্রশ্ন"
খুব শীঘ্রই অনলাইনে মুক্তি পেতে চলছে নেতাজীর উপর নির্মিত শর্ট ফিল্ম "প্রশ্ন"
Rate this post

Bengaliportal: নেতাজী সুভাষচন্দ্র বসু এবং তাঁর শেষ পরিণতি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে চলেছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি জয়দীপ মুখার্জী। এই বিষয় নিয়ে তাঁর লেখা বই ‘চেকার শেষ উত্তর’ ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। বিভিন্ন অনুষ্ঠান ও আলোচনাসভায় তাঁর বক্তব্য শোনার জন্য অপেক্ষা করে থাকেন আপামর জনসাধারণ। আর এই বক্তব্যের উপর ভিত্তি করে গড়ে উঠল “প্রশ্ন”, এক স্বল্পদৈর্ঘের চলচ্চিত্র।

কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় সৈকত দাস। পরিচালকের কথায়, “অনুকরণ বা অনুসরণ নয়, অনুপ্রাণিত হয়ে এই ছবির চিত্রনাট্য তৈরী করেছি। জয়দীপদার কাছ থেকে আমাদের এই দেশনায়ক সম্পর্কে যতটুকু শুনেছি তাতে তাঁর শেষ পরিণতি এই স্বল্প পরিসরে এবং স্বল্পব্যয়ে ফিল্মের মাধ্যমে দেখানো অসম্ভব।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

তবে সাধারণত সকল নেতাজী অনুরাগীদের মনের মধ্যে নেতাজী এবং তাঁর জীবনের শেষ পরিণতি নিয়ে যে যে প্রশ্ন ঘুরপাক খায় সেই প্রশ্নগুলোই এই ছবির মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কারণ চলচ্চিত্র এমন একটি শক্তিশালী মাধ্যম যার মাধ্যমে খুব সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব। এই ছবির মাধ্যমে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য এবং বিশিষ্ট নেতাজী গবেষক জয়দীপ মুখার্জীকে আমরা সম্মানজ্ঞাপন করছি।”

এই ছবিতে পরিচালককে দেখা যাবে অভিনেতার ভূমিকাতেও। অভিনেতা সুমন নায়ক রয়েছেন মুখ্য ভূমিকায়। সকলের আবেগ নেতাজীকে নিয়ে তৈরী এই ছবিতে কাজ করতে পেরে তিনিও খুব আপ্লুত। মেক-আপের দায়িত্বে ছিলেন অমিত বসু এবং চিত্রগ্রহণ করেছেন আশিষ রায় চৌধুরী। অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন শ্রীনব ব্যানার্জি ও বিশ্বজিত মল্লিক। খুব শীঘ্রই অনলাইন মুক্তি পেতে চলেছে “প্রশ্ন”।

Leave a Reply