Bengaliportal: “দ্য কাশ্মীর ফাইলস” ছবির শুটিং করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী। জানা গিয়েছে, মুসৌরিতে “দ্য কাশ্মীর ফাইলস” সিনেমার শুটিং করছিলেন কিংবদন্তি অভিনেতা। সেখানেই পেটের সমস্যায় অসুস্থ হয়ে পড়েন তিনি। এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে এই খবর জানিয়েছেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী।
ছবির পরিচালক বিবেক জানিয়েছেন, মুসৌরিতে একটি বড় দৃশ্যের শ্যুট চলছিল। কাজে যাতে কোনও ব্যাঘাত না ঘটে তার জন্য অসুস্থ অবস্থাতেই শ্যুটিং চালিয়ে যাচ্ছিলেন মহাগুরু। বিবেকের কথায়, ‘যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না প্রবীণ অভিনেতা। তবুও তিনি একটার পর একটা দৃশ্যে নিখুঁত শট দিচ্ছিলেন। একবারের জন্যও বোঝা যাচ্ছিল না, তিনি অসুস্থ।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে বিবেক জানান, ছবির বেশ গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলছিল। আর সেই দৃশ্যের কেন্দ্রে ছিলেন মিঠুন। সকাল থেকেই পেটের সমস্যা শুরু হয়েছিল। সিন করতে গিয়ে তা নাকি আরও বাড়ে। প্রবল ব্যথায় কষ্ট পাচ্ছিলেন মহাগুরু। কিন্তু শুটিং বন্ধ হতে দেননি। গোটা সিন শেষ করেন। কিন্তু পরের শটগুলি সেদিন আর দিতে পারেননি। আজকের প্রজন্মের কিংবা আগের প্রজন্মের অভিজ্ঞ কোনও অভিনেতাকে এত ব্যথা সহ্য করে এভাবে শট দিতে দেখেননি বলেই জানান পরিচালক। মিঠুন নাকি তাঁকে জানান, বিগত কয়েক বছরে এতটা কষ্ট তাঁর হয়নি। তাঁর অসুস্থতায় শুটিংয়ের কতটা ব্যঘাত হল, সেই খোঁজও নেন পরিচালকের কাছে।
আরও পড়ুন: এক হাতে গোলাপজাম, অন্য হাতে রসগোল্লা, তবু দুঃখ মেটেনি অমিতাভ বচ্চনের
মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতার মুখে এমন কথা শুনে অবাক হয়ে যান বিবেক। শুটিং শেষে সেদিনের মতো বিশ্রাম নিয়ে নাকি তিনি আবার পরদিন শুটিংয়ে ফেরেন। সেটের সকলকে তিনিই শুটিং শুরু করতে উৎসাহ দেন এবং এত তাড়াতাড়ি শুটিং হয়ে যায় যে সময়ের ঘাটতি পুরোটা মিটে যায়। মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতা, ভারতীয় বিনোদন জগতের অমূল্য সম্পদ বলে জানান বিবেক।