ইন্টারভিউর মাধ্যমে রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ 2023 – Siliguri Municipal Corporation Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী পৌরসভায় চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনর পক্ষ থেকে Officer On Special Duty (Legal) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ০১ টি শূন্যপদ রয়েছে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৩০,০০০/- টাকা বেতন দেওয়া হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউর মাধ্যমে রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ 2023 – Siliguri Municipal Corporation Recruitment 2023
নিয়োগ সংস্থা | Siliguri Municipal Corporation |
---|---|
পদের নাম | Officer On Special Duty (Legal) |
মোট শূন্যপদ | ০১ টি |
বেতন (₹) | ৩০,০০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | ইন্টারভিউ |
স্থান | দার্জিলিং |
ওয়েবসাইট | www.siligurismc.in |
ইন্টারভিউর মাধ্যমে রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ 2023 – Siliguri Municipal Corporation Recruitment 2023
Siliguri Municipal Corporation Recruitment 2023 পদের নাম
এখানে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে পক্ষ থেকে Officer On Special Duty (Legal) পদে নিয়োগ করানো হবে।
Siliguri Municipal Corporation Recruitment 2023 মোট শূন্যপদ
শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।
Siliguri Municipal Corporation Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করা জন্য প্রার্থীদের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্ৰাজুয়েশন পাস করে থাকতে হবে এবং কম্পিউটারের অপারেটিং সিস্টেম সমন্ধে অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
Siliguri Municipal Corporation Recruitment 2023 বয়সসীমা
এখানে আবেদন করা জন্য প্রার্থীদের বয়স অবশ্যই সর্বনিম্ন ২৫ বছর বয়স থেকে সবোর্চ্চ ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে।
Siliguri Municipal Corporation Recruitment 2023 বেতন
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৩০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
Siliguri Municipal Corporation Recruitment 2023 আবেদন পদ্ধতি
এখানে Officer On Special Duty (Legal) পদে আলাদা ভাবে কোন রকম আবেদন করার প্রয়োজন নেই। আবেদনকারী প্রার্থীরা ইন্টারভিউ দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এর অরিজিনাল কপি এবং জেরক্স কপি নিয়ে নিচে উল্লেখিত ঠিকানা সঠিক সময়ের মধ্যে ইন্টারভিউ এর জন্য উপস্থিত হতে হবে।
Siliguri Municipal Corporation Recruitment 2023 আবেদন মূল্য
এখানে আবেদন করা জন্য কোন রকম আবেদন মূল্য ধার্য করা হয়নি।
Siliguri Municipal Corporation Recruitment 2023 ইন্টারভিউ স্থান
Conference Hall Of Siliguri Municipal Corporation, Baghajatin Road, Siliguri Municipal Corporation, District – Darjeeling, Siliguri – 734001
Siliguri Municipal Corporation Recruitment 2023 ইন্টারভিউ তারিখ
শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া ১৬ জুন ২০২৩ তারিখ।
- আরও পড়ুন: ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এ প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক ইন আয়ুর্বেদিক সায়েন্স এ কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ভারতীয় অর্থমন্ত্রকে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: জিএআইএল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে পোস্ট অফিসে চাকরি
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গে এয়ারপোর্টে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ITBP সাব-ইন্সপেক্টর নিয়োগ 2023
- আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশে ভারতীয় সেনায় চাকরি
- আরও পড়ুন: রাজ্যে লাইব্রেরিয়ান পদে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: IBPS এর মাধ্যমে ক্লার্ক পদে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কল্যাণী এইমসে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মিনিস্ট্রি অফ কমিউনিকেশনে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ স্পোর্টস একাডেমিতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে লাইব্রেরিয়ান পদে নিয়োগ
- আরও পড়ুন: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কলকাতায় ইস্টার্ন কমান্ডের সদর দপ্তরে চাকরি
- আরও পড়ুন: ভারতীয় রেলে পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড চাকরি
- আরও পড়ুন: আইডিবিআই ব্যাঙ্কে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগ চলছে
Siliguri Municipal Corporation Recruitment 2023 নির্বাচন প্রক্রিয়া
এখানে আবেদনকারী প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে
Siliguri Municipal Corporation Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ৩১.০৫.২০২৩ |
ইন্টারভিউ তারিখ | ১৬.০৬.২০২৩ |
Important Links
অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
অফিসিয়াল ওয়েবসাইট: siligurismc.in