ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

গত চল্লিশ বছর পর ছেলের কাছে ক্ষমা চাইলেন গায়ক কুমার শানু

Singer Kumar Shanu Has Apologized To His Son After The Last Forty Years
গত চল্লিশ বছর পর ছেলের কাছে ক্ষমা চাইলেন গায়ক কুমার শানু
Rate this post

বেঙ্গলি পোর্টাল: পুজোর ঠিক শুরুর দিকেই কোভিড ভাইরাস আক্রান্ত হন কুমার শানু। তিনি জানিয়েছেন ‘‘করোনা সেরে গেলেও নিউমোনিয়ায় ভুগছিলাম। আমার অসুখের সময়ে শান যে ভাবে সাহায্য করেছে, জীবনে ভুলব না। চিকিৎসকদের পরামর্শ তো আমি নিচ্ছিলামই। কিন্তু শান ওঁর পরিচিত চিকিৎসকদের সঙ্গে কথা বলে আমার পাশে থেকেছে। দিনকয়েক আমেরিকায় এসেছি। আগের চেয়ে অনেকটাই ভাল আছি,’’। তবে পুত্র জান কে নিয়ে তিনি সম্প্রতি বিতর্কে জড়িয়ে পড়েন সম্প্রতি জান রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করছেন। সেখানেই ‘স্বজনপোষণ’ বিতর্কে জড়িয়ে পড়লে জান পরিষ্কার জানান যে, তিনি তারকাপুত্র হিসেবে কোনও সুবিধে পাননি।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

আরও পড়ুন: দিওয়ালির আগে মাদকদ্রব্য কান্ডে জড়িত হলেন বলিউড তারকা অর্জুন রামপাল

তাঁর মা-ই তাঁকে মানুষ করেছেন। গত ২৭ বছর পিতা-পুত্রের মধ্যে বিশেষ যোগাযোগ ছিল না বলে জানা গিয়েছে। শানুও সে কথা মেনে নিয়ে বললেন, ‘‘ওর মা-ই ওকে মানুষ করেছে। আমার তাতে কোনও ভূমিকা ছিল না।’’ কিন্তু ছেলেকে নাকি এই রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করতে বারণ করেছিলেন তিনি! “জানের কাছে এই শোয়ের অফার এলে ও আমার মত জানতে চায়। আমি তখনই ওকে বারণ করেছিলাম। পরের সিদ্ধান্ত ওর নিজের।” তবে এখন মরাঠি ভাষা প্রসঙ্গে জানের নেতিবাচক মন্তব্য নিয়ে তৈরি হয় বিতর্ক। জান মরাঠিদের ভাবাবেগে আঘাত করার জন্য, কুমার শানু সকলের কাছে ক্ষমা চেয়ে নেন। সে প্রসঙ্গে আক্ষেপও করলেন তিনি, ‘‘গত চল্লিশ বছরে কখনও মাথা নোয়াতে হয়নি আমাকে। কিন্তু জানের জন্য ক্ষমা চাইতে হয়েছে সকলের কাছে। এ সব প্রশ্ন আসতই না, যদি ও সেখানে না যেত। জানের বয়স কম। ওর পক্ষে এ সব সামলে চলা কঠিন। সে জন্যই আমি বারণ করেছিলাম।’’

Leave a Reply