ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

সোহম-শ্রাবন্তীর সুপারহিট জুটি পা প্রথম রাখতে চলেছে ওয়েব সিরিজের দুনিয়ায়

Soham And Sravanti Hoichoi Web Series Dujone
সোহম-শ্রাবন্তীর সুপারহিট জুটি পা প্রথম রাখতে চলেছে ওয়েব সিরিজের দুনিয়ায়

বেঙ্গলি পোর্টাল: টলিউডের সুপারহিট জুটি সোহম-শ্রাবন্তী এবার একসঙ্গে পা রাখছেন ওয়েব সিরিজের দুনিয়ায়। রবিবারই শুরু হয়ে গেল তাঁদের আপকামিং সিরিজের শুটিং। অর্থাৎ বলাই বাহুল্য ডিজিটাল স্ক্রিনে এই জুটিকে দেখার দিন গোনা এবার শুরু করতেই পারেন দর্শকরা।

বিখ্যাত লেখিকা মিতালি ভট্টাচার্যের লেখা ‘দুজনে’ ওয়েব সিরিজটিতে দেখা যাবে সোহম-শ্রাবন্তীকে। প্রথমে এই সিরিজের নাম ছিল ইনটিউশন। তবে পরে তা বদলে নাম দেওয়া হয় ‘দুজনে’। রহস্য-রোমাঞ্চে ভরপুর এই ওয়েব সিরিজে স্বামী-স্ত্রী হয়েছেন শ্রাবন্তী ও সোহম। অহনা ও অমরের চরিত্রে দেখতে পাওয়া যাবে তাঁদের। যারা ঘটনাচক্রে একটি পাতা ফাঁদে পা দিয়ে ফেঁসে যায়। সেভাবেই গভীর হতে থাকে রহস্য।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

হইচই (Hoichoi) অ্যাপে দেখা যাবে এই ওয়েব সিরিজ। শুটিং শেষ হলেই সিরিজ মুক্তির দিনক্ষণ ঘোষিত হবে বলে জানা গিয়েছে।

Dujone
Dujone


অতিমাড়ির জেরে দীর্ঘদিন বন্ধ ছিল সিরিজের শুটিং। সেই সময় একাধিক সিনেমা মুক্তি পেয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মেই। এবার সেই দুনিয়ায় পা রেখে তাই দারুণ খুশি শ্রাবন্তী। অভিনেত্রীর কথায়, “আমার প্রথম ওয়েব সিরিজের শুটিং শুরু করতে পেরে দারুণ লাগছে। তাও আবার সোহমের সঙ্গে। ওর সঙ্গে সিনেমার শুটিংও করছি। দুজনে’র গল্পটা আমার খুব পছন্দ হয়েছিল। সেই কারণেই রাজি হয়ে গিয়েছিলাম। কবে সিরিজটা দেখা যাবে, এখন সেটারই অপেক্ষায়।” নিজের প্রথম ওয়েব সিরিজ নিয়ে বেশ আশাবাদী করোনাজয়ী সোহমও। বলেন, “আপনাদের সকলের আশীর্বাদে প্রথম সিরিজের জন্য শুটিং ফ্লোরে নামছি। দুজনে শুরু একটা থ্রিলার সিরিজই নয়, এর মধ্যে কিন্তু একটা লাভস্টোরিও রয়েছে। আবার শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে ভাল লাগছে। আশা করছি, আমাদের সিনেমার মতোই দর্শকরা এই ওয়েব সিরিজকেও ভালবাসায় ভরিয়ে দেবেন।”

আরও পড়ুন: থ্রিলারধর্মী ছবি ‘মৃগয়া’-র শুটিংয়ে অঙ্কুশ যাচ্ছেন তালসারিতে সঙ্গে দর্শনা

Leave a Reply