ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে 6100 শুন্যপদে নিয়োগ প্রাকাশিত হল বিজ্ঞপ্তি

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে 6100 শুন্যপদে নিয়োগ প্রাকাশিত হল বিজ্ঞপ্তি
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে 6100 শুন্যপদে নিয়োগ প্রাকাশিত হল বিজ্ঞপ্তি
Rate this post

Bengaliportal: ভারতের স্টেট ব্যাংকে 6100 টি শুন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। এই নিয়োগের একটি অফিসিয়াল নোটিশ জারি করেছে ভারতের স্টেট ব্যাংক।

বিজ্ঞপ্তি নম্বরঃ CRPD/APPR/2021-22/10

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

আবেদন শুরুঃ-

6 জুলাই 2021 তারিখ থেকে আবেদেন প্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদন শেষঃ-

26 জুলাই 2021 তারিখ পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে।

অনলাইন পরীক্ষা- 2021 সালের আগস্ট মাসে

আবেদনের মাধ্যমঃ-

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

মোট শুন্যপদঃ 6100 টি

শিক্ষাগত যোগ্যতাঃ-

যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশনের ডিগ্রি করা থাকতে হবে (31.10.2020 তারিখের মধ্যে ডিগ্রি কমপ্লিট হতে হবে)।

বেতনঃ-

প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে 15,000 টাকা।

বয়সসীমাঃ-

31.10.2020 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 20-28 বছরের মধ্যে হতে হবে।

ট্রেনিংয়ের সময়কালঃ-

1 বছর ট্রেনিং করানো হবে।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুন্যপদঃ-

পশ্চিমবঙ্গ- 715 টি

আবেদন ফিঃ-
General/OBC/EWS দের ক্ষেত্রে আবেদন ফি লাগবে 300 টাকা এবং SC/ST/PWD দের কোনো আবেদন ফি লাগবে না।

Leave a Reply