ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ – Steel Authority of India Limited Recruitment 2022

Steel Authority of India Limited Recruitment 2022
Steel Authority of India Limited Recruitment 2022
Rate this post

[ad_1]

স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ – Steel Authority of India Limited Recruitment 2022

স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ – Steel Authority of India Limited Recruitment 2022: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। স্টিল অথোরিটি অব ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্সিকিউটিভ ও নন-এক্সিকিউটিভ পদে কর্মা নিয়োগ করা হবে। আবেদনকারী প্রার্থীরা sailcareers.com ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। ৩০ সেপ্টেম্বর অবধি আবেদন করা যাবে। সব মিলিয়ে ৩৩৩টি পদে নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অপারেটর কাম টেকনিশিয়ান, মাইনিং ফোরম্যান, সার্ভেয়র ও ফায়ার অপারেটর সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা

Steel Authority of India Limited Recruitment 2022 নিয়োগ পদ্ধতি

হিন্দি ও ইংরেজিতে কম্পিউটার পরীক্ষা নেওয়া হবে। ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। সব মিলিয়ে মোট ২ ঘণ্টার পরীক্ষা হবে।

স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ আবেদন ফি

এক একটি পদের জন্য আবেদন ফি একেক রকম। সাধারণদের ফি বেশি, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের আবেদন ফি-তে ছাড় রয়েছে।

Steel Authority of India Limited Recruitment 2022 আবেদন পদ্ধতি

  • প্রথমেই আপনাকে সেলের অফিসিয়াল ওয়েবসাইট sail.co.in ওয়েবসাইটে যেতে হবে।
  • এবার careers এ ক্লিক করতে হবে।
  • সেখান থেকে আপনাকে ‘Rourkela Steel Plant- Recruitment of Various technical posts in the Rourkela Steel Plant’-এ চলে যেতে হবে।
  • যাবতীয় তথ্য ডাউনলোড করতে হবে।
  • এবার লগইনে ক্লিক করতে হবে।
  • পেমেন্ট করার পর আবেদনপত্র জমা দিয়ে ভবিষ্যতে ব্যবহারের জন্য ডাউনলোড করে রাখতে হবে।
  • বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

[ad_2]

Leave a Reply