সুনীতিকুমার চট্টোপাধ্যায় জীবনী: Bengaliportal.com আপনাদের জন্য নিয়ে এসেছে Suniti Kumar Chatterji Biography in Bengali. আপনারা যারা সুনীতিকুমার চট্টোপাধ্যায় সম্পর্কে জানতে আগ্রহী সুনীতিকুমার চট্টোপাধ্যায় জীবনী টি পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন।
- সুনীতিকুমার চট্টোপাধ্যায় কে ছিলেন? Who is Suniti Kumar Chatterji?
- সুনীতিকুমার চট্টোপাধ্যায় জীবনী – Suniti Kumar Chatterji Biography in Bengali
- সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের জন্ম: Suniti Kumar Chatterji’s Birthday
- সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের পিতামাতা ও জন্মস্থান: Suniti Kumar Chatterji’s Parents And Birth Place
- সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের শিক্ষাজীবন: Suniti Kumar Chatterji’s Educational Life
- সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের প্রথম জীবন: Suniti Kumar Chatterji’s Early Life
- সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের কর্ম জীবন: Suniti Kumar Chatterji’s Work Life
- সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের পুরস্কার ও সম্মান: Suniti Kumar Chatterji’s Awards And Honors
- সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের রচনা: Written by Suniti Kumar Chatterj
- সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মৃত্যু: Suniti Kumar Chatterji’s Death
সুনীতিকুমার চট্টোপাধ্যায় কে ছিলেন? Who is Suniti Kumar Chatterji?
সুনীতিকুমার চট্টোপাধ্যায় (২৬শে নভেম্বর ১৮৯০ – ২৯শে মে ১৯৭৭) ছিলেন একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ।
সুনীতিকুমার চট্টোপাধ্যায় জীবনী – Suniti Kumar Chatterji Biography in Bengali
নাম | সুনীতিকুমার চট্টোপাধ্যায় |
জন্ম | 26th নভেম্বর 1890 |
পিতা | হরিদাস চট্টোপাধ্যায় |
মাতা | – |
জন্মস্থান | ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুর |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | শিক্ষাবিদ, ভাষাবিজ্ঞানী ও সাহিত্যিক |
মৃত্যু | 29th মে 1977 |
সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের জন্ম: Suniti Kumar Chatterji’s Birthday
সুনীতিকুমার চট্টোপাধ্যায় ১৮৯০ সালের ২৬শে নভেম্বর জন্মগ্রহণ করেন।
আরও পড়ুন: গি দ্য মোপাসাঁ জীবনী
আরও পড়ুন: চরক জীবনী
আরও পড়ুন: আর্যভট্ট জীবনী
আরও পড়ুন: নাগার্জুন জীবনী
আরও পড়ুন: ভাস্কর জীবনী
সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের পিতামাতা ও জন্মস্থান: Suniti Kumar Chatterji’s Parents And Birth Place
প্রখ্যাত সাহিত্যিক, ভাষাতত্ত্ববিদ ও জাতীয় অধ্যাপক সুনীতিকুমার চট্টোপাধ্যায় ১৮৯০ খ্রিঃ ২৬ শে নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হরিদাস চট্টোপাধ্যায়।
সুনীতিকুমারের জীবনেতিহাস প্রকৃত পক্ষে নতুন নতুন জ্ঞান অন্বেষণের এক ধারাবাহিক চমকপ্রদ ইতিহাস। তিনি ছিলেন যথার্থই জ্ঞানতাপস এবং তার জ্ঞানানু সন্ধান আমৃত্যু অব্যাহত ছিল। ভাষাতত্ত্ব ও ভাষা বিজ্ঞান ছাড়াও সঙ্গীত, চিত্রকলা প্রভৃতি বিষয়েও তার ব্যুৎপত্তি ছিল। রবীন্দ্রনাথ সুনীতি কুমার কে ভাষাচার্য উপাধিতে ভূষিত করেছিলেন।
সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের শিক্ষাজীবন: Suniti Kumar Chatterji’s Educational Life
শৈশবে অনেক কষ্ট করে লেখাপড়া শিখতে হয়েছিল সুনীতি কুমার কে। ১৯০৭ খ্রিঃ মতিলাল শীল ফ্রী স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় ষষ্ঠস্থান অধিকার করেন। তৃতীয় স্থান অধিকার করেন স্কটিশচার্চ কলেজের এফ . এ পরীক্ষায়। ১৯১১ খ্রিঃ ইংরাজি অনার্স সহ এম . এ পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন।
সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের প্রথম জীবন: Suniti Kumar Chatterji’s Early Life
জ্ঞানানুসন্ধানের ক্ষেত্রে এই কৃতিত্ব তাকে উত্তরােত্তর সাফল্য ও গৌরবের অধিকারী করে তােলে। এম.এ পাস করার পর শুরু হয় কর্মজীবন। বিদ্যাসাগর কলেজে ইংরাজি ভাষার অধ্যাপক রূপে যােগ দেন। পরের বছরে যােগ দেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এখানে ১৯১৯ খ্রিঃ পর্যন্ত ইংরাজির অধ্যাপনা করেন স্নাতকোত্তর বিভাগে।
১৯১৮ খ্রিঃ সংস্কৃতের মধ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুনীতিকুমার প্রেমচাঁদ – রায়াদ বৃত্তিও জুবিলী গবেষণা পুরস্কার লাভ করেন। এই সালেই ধ্বনিতত্ত্ব সম্পর্কে ভারত সরকারের বৃত্তি নিয়ে ইউরােপ যান।
লন্ডন বিশ্ববিদ্যালয়ে ধ্বনিতত্ত্বে ডিপ্লোমা ও ১৯২১ খ্রিঃ ডি – লিট উপাধি লাভ করেন। বাংলা ভাষাতত্ত্ব ছিল তাঁর গবেষণার বিষয়। এখানেই তিনি বিভিন্ন বিশেষজ্ঞের কাছে ধ্বনিতত্ত্ব, ইন্দো – ইউরােপীয় ভাষাতত্ত্ব প্রভৃতি, ফরাসী সাহিত্য, পুরাতন আইরিশ, ইংলিশ ও গােথিক ভাষা বিষয়ে পড়াশােনা করেন। সুনীতিকুমার এরপর ছাত্র হিসেবে যােগ দেন প্যারিসের সারবােন বিশ্ববিদ্যালয়ে। এখানে তিনি বিচিত্র বিষয়ে পাঠগ্রহণ ও গবেষণা করেন। অধীত বিষয়ের বিচিত্রতাই প্রমাণ করে সুনীতিকুমারের আগ্রহও অনুসন্ধিৎসা। সেগুলাে হল- ভারতীয় আর্যভাষাতত্ত্ব, প্রাচীন সগডিয়ান ও মােটানী ভাষা, গ্রীক ও লাতিন ভাষার ইতিহাস প্রভৃতি। এভাবেই তিনি হয়ে উঠেছিলেন বহুভাষাবিদ পণ্ডিত।
আরও পড়ুন: ব্লেজ পাস্কাল জীবনী
আরও পড়ুন: অ্যান্টনি ভন লিউয়েন হক জীবনী
আরও পড়ুন: স্যার আইজ্যাক নিউটন জীবনী
আরও পড়ুন: লাজারো স্পালানজানি জীবনী
আরও পড়ুন: হেনরি ক্যাভেন্ডিশ জীবনী
সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের কর্ম জীবন: Suniti Kumar Chatterji’s Work Life
১৯২২ খ্রিঃ দেশে ফিরে এসে স্যার আশুতােষের আগ্রহে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ভাষাতত্ত্বের প্রথম প্রফেসর নিযুক্ত হন। এই পদ থেকে অবসর গ্রহণের পরে ১৯৫২ খ্রিঃ নিযুক্ত হন এমেরিটাস প্রফেসর।
ভাষাতাত্ত্বিক ও বহু ভাষাবিদ সুনীতিকুমারের খ্যাতি ইতিমধ্যে দেশে বিদেশে ছড়িয়ে পড়েছিল। সেই খ্যাতি আরও বৃদ্ধি হয় তার বিখ্যাত গ্রন্থ ODBL অর্থাৎ Origin and Development of the Bengali Language- এর দুই খণ্ড প্রকাশিত হবার পর। এরপর লন্ডনথেকে প্রকাশিত হয় তার কয়েকটি গ্রন্থ। সেগুলাে হল ইন্দো – আরিয়ান অ্যান্ড হিন্দী, কিরাত জনকৃতি, বেঙ্গলী ফোনেটিক রিডার প্রভৃতি।
রবীন্দ্রনাথ ১৯২৭ খ্রিঃ সুমাত্রা, জাভা, বাের্নিও ও শ্যাম দেশ পরিভ্রমণ করেন। সুনীতিকুমারও তার সঙ্গে গিয়েছিলেন এবং বিভিন্ন স্থানে ভারতের স্কৃতি ও শিল্প বিষয়ে বক্তৃতা করেন। তার এই ভ্রমণ বৃত্তান্ত নিয়ে রচনা করেন দ্বীপময় ভারত।
ভাষাতত্ত্বের বিভিন্ন সম্মেলন ও সেমিনার উপলক্ষে কখনাে বিদেশের আমন্ত্রণে কখনাে ভারতের প্রতিনিধি হয়ে তিনি বহুবার ইউরােপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশ ভ্রমণ করে ভাষণ দেন ও আলােচনায় অংশ গ্রহণ করেন।
সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের পুরস্কার ও সম্মান: Suniti Kumar Chatterji’s Awards And Honors
হিন্দীভাষায় অবদানের জন্য এলাহাবাদের হিন্দী সাহিত্য সম্মেলনকে সাহিত্য বাচস্পতি উপাধি দান করেন। এছাড়াও দেশ বিদেশের বহু বিশ্ববিদ্যালয়ের সম্মান লাভ করেন। কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে অধ্যাপনা করেন। সুনীতিকুমার ১৯৫০-৫১ খ্রিঃ ইউনেস্কো আয়ােজিত ব্রেইল অক্ষর কমিটিতে যােগ দিয়েছিলেন। ১৯৫২-৬৮ খ্রিঃ পর্যন্ত তিনি বিধান পরিষদের অধ্যক্ষ ছিলেন। ভারত সরকার তাকে ১৯৬৩ খ্রিঃ পদ্মবিভূষণ উপাধিতে সম্মানিত করেন। মানবিক তত্ত্বে গবেষণা ও কৃতিত্বের জন্য তিনি জাতীয় অধ্যাপকের সম্মান লাভ করেন। ১৯৬৯ খ্রিঃ তিনি সাহিত্য একাডেমির সভাপতি নির্বাচিত হন।
আরও পড়ুন: জোসায়া উইলার্ড গিবস জীবনী
আরও পড়ুন: উইলহেম রন্টজেন জীবনী
আরও পড়ুন: টমাস আলভা এডিসন জীবনী
আরও পড়ুন: লুই পাস্তুর জীবনী
আরও পড়ুন: জেমস ওয়াট জীবনী
সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের রচনা: Written by Suniti Kumar Chatterj
বাংলা সাহিত্যে সুনীতিকুমারের উল্লেখযােগ্য অবদান হল চন্ডীদাসের পদাবলীর প্রামাণ্য সংস্করণ সংকলন ও সম্পাদনা বিশ্ব সাহিত্যের পটভূমিকায় রবীন্দ্র সাহিত্যের বিচার বিশ্লেষণ সারস্বত মহলের সমাদর লাভ করে। সারাজীবনে সুনীতিকুমার ৩০০ টিরও বেশি পাণ্ডিত্যপূর্ণ গ্রন্থ লিখেছেন।
সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মৃত্যু: Suniti Kumar Chatterji’s Death
১৯৬৬ খ্রিঃ ২৯ শে মে এই বিশ্ববিশ্রুত ভাষাবিজ্ঞানী ও চিন্তাবিদের কর্মজীবনের অবসান ঘটে।