ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

কোচিতে ছুটি কাটাতে গিয়ে ফটোশুট করে নেট দুনিয়ায় ঝড় তুললেন সানি লিওনে

কোচিতে ছুটি কাটাতে গিয়ে ফটোশুট করে নেট দুনিয়ায় ঝড় তুললেন সানি লিওনে
কোচিতে ছুটি কাটাতে গিয়ে ফটোশুট করে নেট দুনিয়ায় ঝড় তুললেন সানি লিওনে
Rate this post

Bengaliportal: চোখে রোদ চশমা, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, উন্মুক্ত বক্ষবিভাজিকা, পরনে হলুদ মনোকিনিতে সুইমিং পুলে সানি লিওনে। সোমবার সেই ছবি দিয়েই নেট দুনিয়ায় উষ্ণতা ছড়িয়েছেন তিনি। যা এখন ভাইরাল নেট দুনিয়ায়।

এই ছবি সানি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,”তোমার কাজে অমনোযোগী হওয়ার কারণ দিলাম।” মুহূর্তেই এই ছবি নেটিজেনদের নজর কেড়ে নেয়।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

সবসময় সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন সানি। দিন তিনেক আগেও ভিন্নরূপে ধরা দিয়েছিলেন তিনি। একটি ঝিলের মাঝে নৌকায় বসেছিলেন অভিনেত্রী। খোলা চুল, কপালে চন্দন টিপে সেই সানি একটু আলাদা। তাঁর পরনে ছিল লাল এবং সোনালি রঙের ব্লাউজ এবং একই রঙের ছোট ঝুলের কেরলের মুণ্ডু শাড়ির মতো এক ধরনের পোশাক। এই ফিউশন পোশাকের সঙ্গেই কানে পরেছিলেন সোনার দুল, পায়ে সোনার নূপুর, দু’হাত ভরতি লাল চুড়ি। সানির এই লুক দেখে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। 

Leave a Reply