ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

শুষ্ক চুলের যত্ন নিন সম্পূর্ণ ঘরোয়া আয়ুর্বেদিক পদ্ধতিতে

শুষ্ক চুলের যত্ন নিন সম্পূর্ণ ঘরোয়া আয়ুর্বেদিক পদ্ধতিতে
শুষ্ক চুলের যত্ন নিন সম্পূর্ণ ঘরোয়া আয়ুর্বেদিক পদ্ধতিতে

শুষ্ক চুলের যত্ন নিন সম্পূর্ণ ঘরোয়া আয়ুর্বেদিক পদ্ধতিতে: শুষ্ক চুলের যত্ন কিভাবে নেবেন, সম্পূর্ণ ঘরোয়া আয়ুর্বেদিক পদ্ধতিতে। চুলে তেলের পরিমান অত্যান্ত কম হলে এবং পর্যাপ্ত পুষ্টির অভাব হলে চুল রুক্ষ বা শুষ্ক হয়। এই চুল অত্যান্ত ক্ষতিকারক। উকুন বা খুশকি থাকলে চুল শুকিয়ে যায়। তাই চুল কে কোমল ও মসৃন করে তুলতে আগে উকুন ও খুশকি তাড়ান।

শুষ্ক চুলের যত্ন নিন সম্পূর্ণ ঘরোয়া আয়ুর্বেদিক পদ্ধতিতে:

শুকনো চুল হয় বিবর্ণ, ধুলো-ধুলো। এই চুলে কোনো চমক থাকে না। চুলের গোড়া চুলকায়। চুল ঠিক মতো বাড়ে না, ডগা ফেটে যায়। এই টাইপের চুলের জন্য হট অয়েল থেরাপি খুবই গুরুত্বপূর্ণ। সপ্তাহে দুদিন অলিভ অয়েল তেল গরম করে আঙুলের ডগা দিয়ে চুলের গোড়ায় ৫ থেকে ৭ মিনিট ম্যাসাজ করুন।

আরও পড়ুন: তৈলাক্ত চুলের যত্ন নিন সম্পূর্ণ ঘরোয়া ও আয়ুর্বেদিক পদ্ধতিতে

মাঝে মাঝে চুল খালি হাতে ম্যাসাজ করতে পারেন। এই দুই ভাবে ম্যাসাজের পর চুল ভালো ভাবে চিরুনি দিয়ে আঁচড়ে নেবেন। এরপর গরম জলে তোয়ালে ভিজিয়ে মাথায় ১০ থেকে ১৫ মিনিট জড়িয়ে রাখবেন তার পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই ধরনের চুলে এগ শ্যাম্পু খুব ভালো। শ্যাম্পুর পরে কন্ডিশনার লাগান এবং খুব ভালো করে ধুয়ে ফেলুন চুল যেন পরস্পরের সঙ্গে লেগে না থাকে।

শুষ্ক চুলের যত্ন নিন সম্পূর্ণ ঘরোয়া আয়ুর্বেদিক পদ্ধতিতে – Take Care Of Dry Hair In Home Ayurvedic Method:

আগে বলেদিই আমরা যে সমস্ত শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করে থাকি সেগুলি বেশির ভাগ নানা কেমিকেল দিয়ে তৈরী হয়। আর তার মধ্যে কোনটা যে আয়ুর্বেদিক তা জানা মুশকিল আজকাল বাজারে যে সমস্ত প্রোডাক্ট আমরা ব্যবহার করে থাকি তার অনেকটাই ভেজাল যার ফলে আমরা এই প্রোডাক্ট যতদিন ব্যবহার করবো ঠিক ততো দিন মাথার চুল ঠিক থাকবে তারপর আবার আগের মত হয়ে যাবে। আজ আমি আপনাদের কাছে সম্পূর্ণ আর্য়ুর্বেদিক পদ্ধতি দ্বারা ঘরোয়া ভেষজ তৈরীর উপায় গুলি জানাবো।

Take Care Of Dry Hair In Home Ayurvedic Method
Take Care Of Dry Hair In Home Ayurvedic Method

শুষ্ক চুলের যত্নের ঘরোয়া উপায় গুলি:

1. ১টি ডিম ভালো করে ফেঁটে তাতে ১ চামচ লেবুর রস ও ১ চামচ নারকেল তেল মিশিয়ে চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট মালিশ করে (আঙুলের ডগা দিয়ে) শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।


2. সপ্তাহে ১ দিন ২ টি পাকা কোলা চটকে তাতে ৪ চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরী করে মাথায় লাগিয়ে ম্যাসাজ করার আধাঘন্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।


3. ২টি ডিম, ১৫০ গ্রাম টক দই,৪ টেবিল চামচ আমলা গুঁড়ো একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরী করে মাথায় লাগানোর আধাঘন্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।


4. শুস্ক চুলের জন্য শ্যাম্পু করার পর অল্প করে তেল মাথায় মাখুন এবং এই চুলের জন্য বিশেষ ধরনের তেল ব্যবহার করুন।


5. ২ চামচ হেনা পাউডারের সঙ্গে হাফ চামচ চিনি মিশিয়ে চুলে লাগিয়ে ২০ মিনিট পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।


6. ২ চামচ হেনা পাউডারের সঙ্গে ১ চামচ নারকেল তেল ও ৩ চামচ দুধ মিশিয়ে গরম করে মাথায় লাগানোর ২০ মিনিট পর মাথা ধুয়ে ফেলুন। এটি শুষ্ক চুলের পক্ষে খুবই উপকারী।

Leave a Reply