ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর আরও ৩ শতাংশ বৃদ্ধি পেল মহার্ঘভাতা

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর আরও ৩ শতাংশ বৃদ্ধি পেল মহার্ঘভাতা
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর আরও ৩ শতাংশ বৃদ্ধি পেল মহার্ঘভাতা
Rate this post

Bengaliportal: দীপাবলির আগেই সুখবর। ফের কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা বাড়ছে। ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করল অর্থমন্ত্রক। এর সুবিধা পাবেন কেন্দ্র সরকারের অবসরপ্রাপ্ত কর্মীরাও। এতদিন ডিএ ছিল বেতনের ২৮ শতাংশ। এবার তা মিলবে ৩১ শতাংশ। বাড়তি মহার্ঘভাতায় উপকৃত হবেন প্রায় ৪৭ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৮ লক্ষ পেনশন প্রাপক। টুইটে সুখবর জানিয়েছেন অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। উৎসবের মরশুমে কেন্দ্রের এই পদক্ষেপে অত্যন্ত খুশি কর্মীরা।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

কোভিড আবহে দেশের অর্থভাণ্ডারে সাময়িক টান পড়েছিল। তাই গত এক বছরের ডিএ বৃদ্ধি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। তবে করোনা সংকট কাটিয়ে ফের চাঙ্গা হচ্ছে কোষাগার। রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে। তাই বকেয়া ডিএ এবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থমন্ত্রক। বৃহস্পতিবার সকালে তাই বৈঠক করে সেই বকেয়া ডিএ দেওয়ার সিদ্ধান্তে সায় দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। ঠিক হয়, ৩ শতাংশ হারে বাড়ছে ডিএ এবং ডিআর। এই ডিআর পেনশনভোগীদের জন্য।  নতুন হারে বর্ধিত ডিএ মিলবে ২০২১ এর ১ জুলাই থেকে।  

জানা গিয়েছে, এই বাড়তি ডিএ দিতে কেন্দ্রকে বছরে খরচ করতে হবে অতিরিক্ত ৯৪৮৮.৭০ কোটি টাকা। আর অবসরপ্রাপ্তদের ডিয়ারনেস রিলিফ বা DR-সহ মোট কেন্দ্রের বাজেট দাঁড়াচ্ছে ৩৪,৪০০ কোটি টাকা। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। দীপাবলির আগে বাড়তি মহার্ঘভাতা হাতে আসার খবরে স্বভাবতই উচ্ছ্বসিত তাঁরা। 

Leave a Reply