ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

করোনার পরিস্থিতিতে পিছিয়ে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা

করোনার পরিস্থিতিতে পিছিয়ে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা
করোনার পরিস্থিতিতে পিছিয়ে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা

Bengaliportal: করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পিছিয়ে দেওয়া হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। রবিবার স্পষ্ট করে জানিয়ে দিল বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে বইমেলার আয়োজন হতে পারে। পরিবর্তিত দিনক্ষণ জানিয়ে দেবে গিল্ড। আগামী সপ্তাহে এজিএমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।

আগামী বছরের কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ। মুজিবের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে বাংলাদেশকে নির্বাচন করা হয়েছে। কিন্তু জানা গিয়েছে, এই পরিস্থিতিতে বাংলাদেশের কেউ আসতে পারছেন না কলকাতায়। এছাড়া ইউরোপের বেশ কয়েকটি দেশেও চলছে লকডাউন। ফলে তাঁদেরও আসা সম্ভব নয়। এই অবস্থায় মেলা পিছিয়ে দিতে চেয়ে এজিএমে প্রস্তাব দেবেন আয়োজকরা। 

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

রবিবার গিল্ডের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “আমরা, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড-এর সদস্যরা অত্যন্ত আশাবাদী এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের দেশের গর্ব ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২১ আমরা আয়োজন করে উঠতে সক্ষম হব। কিন্তু বর্তমান অস্বাভাবিক পরিস্থিতির কারণে আমরা কিছুসময়ের জন্য বইমেলা পিছিয়ে দিতে বাধ্য হচ্ছি। আমরা আপনাদের আশ্বস্ত করছি, যে মুহূর্তে পরিস্থিতি অনুকূল হবে, আমরা ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সম্মতি নিয়ে আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২১-এর পরিবর্তিত তারিখ ঘোষণা করব।”

আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুযায়ী, জানুয়ারির ২৭ থেকে ফেব্রুয়ারির ৭ তারিখ পর্যন্ত, দশদিন ধরে কলকাতা বইমেলা চলে। এ বছর থিম কান্ট্রি বাংলাদেশ হওয়ায় সেখানকার প্রায় ৫০টি স্টল থাকার কথা বইমেলা প্রাঙ্গণে। কিন্তু তাঁরা কেউই আসতে পারবেন না বলে জানিয়েছেন।