ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

কৃষক বিক্ষোভ নিয়ে লতা-শচীনদের টুইট নিয়ে তদন্তের নির্দেশ দিলেন মহারাষ্ট্র সরকার

কৃষক বিক্ষোভ নিয়ে লতা-শচীনদের টুইট নিয়ে তদন্তের নির্দেশ দিলেন মহারাষ্ট্র সরকার
কৃষক বিক্ষোভ নিয়ে লতা-শচীনদের টুইট নিয়ে তদন্তের নির্দেশ দিলেন মহারাষ্ট্র সরকার
Rate this post

Bengaliportal: এর আগে কৃষক আন্দোলনকে সমর্থন করে টুইট করেছিলেন রিহানা-গ্রেটা থুনবার্গরা। পালটা টুইটে ‘ঐক্যবদ্ধ ভারত’ গড়ার ডাক দেন শচীন তেণ্ডুলকর, লতা মঙ্গেশকর, অক্ষয় কুমার, বিরাট কোহলির মতো তারকারা। কিন্তু এই নিয়েই বিতর্ক দেখা দিয়েছিল। আর একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এবার সেই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

বিতর্কিত তিন কৃষি আইনের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কৃষকরা। তাঁরা সমর্থন পেয়েছেন আন্তর্জাতিক মঞ্চ থেকেও। রিহানা-গ্রেটা থুনবার্গ-সহ অনেক তারকাই টুইট করে কৃষকদের সমর্থন জানান। এরপরই পালটা টুইট শচীনদের। দেখা যায়, প্রত্যেকের টুইটই কার্যত একরকম। এই প্রসঙ্গে অনেকেই প্রশ্ন তোলেন, কোনওপ্রকার চাপের মুখে পড়েই কি টুইট করেছেন এই তারকারা? এবার সেটিরই তদন্তে নামছে মহারাষ্ট্র সরকার।

এই প্রসঙ্গে উদ্ধব সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানান, শচীন তেণ্ডুলকর, লতা মঙ্গেশকর, সুনীল শেট্টি, বিরাট কোহলি, অক্ষয় কুমার এবং অন্য তারকারা যাঁরা রিহানা-গ্রেটাদের টুইটারে জবাব দিয়েছেন, সেই সমস্ত টুইটের তদন্ত হবে। মোদি সরকারের চাপের কারণে তারকাদের ওই টুইটগুলো করতে হয়েছে নাকি, তাঁরা কেবল কেন্দ্রের বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদ করতেই টুইটগুলো করেছেন, সেটাই খতিয়ে দেখা হবে।

Leave a Reply