Bengaliportal: জুলাই-আগস্ট-সেপ্টেম্বরের পর অক্টোবরের শুরুতেই ফের বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। তাও আবার একধাক্কায় ১৫ টাকা। পাল্লা দিয়ে বেড়েছে পেট্রল-ডিজেলের দামও। সবমিলিয়ে পুজোর আগেই মধ্যবিত্তের হেঁশেলে ফের মূল্যবৃদ্ধির ছ্যাঁকা। রান্নার গ্যাস-সহ পেট্রল-ডিজেলের দাম বাড়ায় স্বাভাবিকভাবেই বাড়বে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
এখন প্রতি মাসেই বদলাচ্ছে রান্নার গ্যাসের দাম। গত তিন মাস ধরেই ঊর্ধ্বমুখী ১৪.২ কেজি এলপিজির দাম। পুজোর মাসেও তার ব্যতিক্রম হল না। একধাক্কায় অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে কলকাতায় ৯১১ টাকা ছিল এলপিজি সিলিন্ডারের দাম। অক্টোবরে তা বেড়ে হল ৯২৬ টাকা। গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকছে না ভরতুকিও। এলপিজি সংস্থাগুলির দাবি, আন্তর্জাতিক বাজারে এলপিজির উপাদানগুলির দাম বেড়েছে। তার সঙ্গে সামঞ্জস্য রাখতেই বাড়ানো হচ্ছে দাম।