ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

আবারও সেনসেক্স পড়ল 1,400 পয়েন্ট, করোনার নয়া স্ট্রেনের ধাক্কায় বেসামাল শেয়ার বাজার

বেঙ্গলি পোর্টাল: ভারতীয় শেয়ার বাজারে আবারও সেনসেক্স পড়ল 1,400 পয়েন্ট, করোনার নয়া স্ট্রেনের ধাক্কায় বেসামাল শেয়ার বাজার। শুক্রবার বাজার খুলতেই সেনসেক্স পড়ল 1,400 পয়েন্ট। নিফটি-50 সূচক নেমে গেল 17,000 পয়েন্টের নীচে। শেয়ার বিশেষজ্ঞদের দাবি, করোনা ভাইরাসের নয়া টিকা প্রতিরোধী স্ট্রেনের হদিশ মেলায় বিশ্ব বাজারেই ধস নেমেছে। ভারতীয় শেয়ার বাজারেও তার প্রভাব পড়ল। শুক্রবার এশীয় স্টক মার্কেটগুলি বিগত দু’মাসের মধ্যে সবচেয়ে বড় পতনের মুখে পড়ল। করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ পাওয়ার পর বিনিয়োগকারীরা সুরক্ষিত বন্ডের দিকে ঝুঁকতে শুরু করেছে। ফলে ইয়েন ও ডলারের দাম পড়তে শুরু করেছে। জাপানের বাইরে এশিয়া-প্যাসিফিক শেয়ার বাজার MSCI-তে পতন হয়েছে 1.3 শতাংশ।

ভারতীয় শেয়ার বাজারে সবচেয়ে বেশি পতন হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি, আইসিআইসিআই, কোটাক মহিন্দ্রা ও ভারতীয় স্টেট ব্যাঙ্কের শেয়ারে। এছাড়াও ইনফোসিসের শেয়ারও বড় ধাক্কা খেয়েছে শুক্রবার। এদিন বাজার খোলার পর সকাল 11টা সময়ই বিএসই সেনসেক্সে পতন লক্ষ্য করা যায়। সেনসেক্স 1,408 পয়েন্ট পড়ে নেমে যায় 57,315 পয়েন্টে। অপরদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি-তেও এদিন 2.43 শতাংশ ধস পরিলক্ষিত হয়। বাজারের টালমাটাল অবস্থায় মাথায় হাত বিনিয়োগকারীদের। কয়েক মুহূর্তেই লক্ষ লক্ষ টাকা ক্ষতির মুখে পড়েন শেয়ার ব্যাবসায়ীরা। এখন দেখার বিষয় সকালের এই ধাক্কা কাটিয়ে শেয়ার বাজার ঘুরে দাঁড়ায় কিনা।

Leave a Reply