ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

IPL – এর সাফল্যে চাপমুক্ত হয়েছি বললেন মহম্মদ শামি

IPL - এর সাফল্যে চাপমুক্ত হয়েছি বললেন মহম্মদ শামি
IPL - এর সাফল্যে চাপমুক্ত হয়েছি বললেন মহম্মদ শামি

বেঙ্গলি পোর্টাল: ভারতীয় ক্রিকেট দলে বোলিং আক্রমণের অন্যতম স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছেন মহম্মদ শামি। সেই মহম্মদ শামি জানাচ্ছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে তিনি কোনও রকম চাপ অনুভব করছেন না। সদ্য সমাপ্ত আইপিএলের দুরন্ত পারফরম্যান্সই তাঁর ওপর থেকে অনেকটাই চাপ কমিয়ে দিয়েছে।

সিডনিতে নিভৃতবাসে থাকার মধ্যেই চলছে ভারতীয় ক্রিকেটারদের অনুশীলন। তারই ফাঁকে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে শামি বলেছেন, ‘‘এ বারের আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে যে রকম বল করেছি, তাতে আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে। পুরোপুরি ছন্দে আছি এখন।’’ ফিরেই দুরন্ত বল করেছেন শামি। নিয়েছেন ২০ উইকেট। যা আইপিএলে তাঁর সেরা পারফরম্যান্স। শুধু ২০ উইকেট নেওয়াই নয়, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সুপার ওভারে মাত্র পাঁচ রান দিয়েছিলেন তিনি। যে বোলিং দেখে মুগ্ধ হয়েছিল ক্রিকেট দুনিয়া।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

শনিবার শামি বলেছেন, ‘‘আমি এখন দারুণ জায়গায় আছি। আইপিএলে ভাল বল করার পরে এখন কোনও রকম চাপ ছাড়াই অস্ট্রেলিয়া সিরিজের জন্য তৈরি হতে পারছি।’’ তিনি আরও জানিয়েছেন, ‘‘লকডাউনের সময় আমি ফিটনেস এবং নিজের বোলিংয়ের উপরে খুব জোর দিয়েছিলাম। জানতাম, আইপিএল ঠিক হবেই। তাই নিজেকে তৈরি রেখেছিলাম।’’

আরও পড়ুন: দুই কিংবদন্তির রেকর্ড ভাঙার হাতছানি বিরাটের সম্মুখে

ফিটনেস এখন শামির জীবনে কতটা গুরুত্ব পাচ্ছে, তা এই ভারতীয় পেসারের করা একটা টুইট থেকেই পরিষ্কার। এ দিন বারবেল তোলার একটি ছবি পোস্ট করে শামি টুইট করেন, ‘‘আমার জীবনের দুই প্রিয় জিনিস— ওজন তোলা এবং খাওয়া।’’

তবে তিনি পরিষ্কার করে দিয়েছেন, টেস্টের জন্যই নিজেকে তৈরি করছেন। শামির কথায়, ‘‘একটা লম্বা সফর আছে সামনে। সাদা বল দিয়ে শুরু হবে, তার পরে গোলাপি বল এবং শেষে লাল বলের ক্রিকেট। আমার নজর লাল বলের ক্রিকেটেই। অনুশীলনে যে কারণে লেংথ এবং সিমে ফেলে বল মুভ করানোর উপরে জোর দিচ্ছি।’’ যোগ করেন, ‘‘আমি সব সময় মনে করি, যদি ঠিক লেংথে বল ফেলা যায়, তা হলে যে কোনও ধরনের ক্রিকেটেই সফল হওয়া যাবে।’’

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের নিয়মে বদল আনতে চলেছে আইসিসি

শামি মনে করেন, আইপিএলে যা খেলেছেন, তাতে সাদা বলের ক্রিকেটের জন্য তিনি তৈরি। বিশ্বের অন্যতম সেরা এই পেসারের কথায়, ‘‘আসল ব্যাপারটা হল নিয়ন্ত্রণ। সাদা বলের ক্রিকেটে আমি ছন্দেই আছি। তাই নেটে লাল বলে অনুশীলন করার উপরে জোর দিয়েছি। সীমিত ওভার এবং টেস্ট ম্যাচ, দু’ধরনের ক্রিকেট। প্রাথমিক ব্যাপারগুলো একই থাকলেও মাথায় রাখতে হবে, একই জায়গায় বল ফেললে চলবে না।’’

গত বার স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নার না থাকলেও এ বার এই দুই অস্ট্রেলীয় ব্যাটসম্যান দলে ফিরে এসেছেন। তবে শামি তা নিয়ে চিন্তিত নন বলে জানিয়েছেন।

Leave a Reply