ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

এবার বিজেপির শীর্ষ নেতাদের কার্যকলাপের প্রতি অসন্তুষ্ট হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

এবার বিজেপির শীর্ষ নেতাদের কার্যকলাপের প্রতি অসন্তুষ্ট হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
এবার বিজেপির শীর্ষ নেতাদের কার্যকলাপের প্রতি অসন্তুষ্ট হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

Bengaliportal: বাংলায় বিধানসভা ভোটের আগে পর্যন্ত মুকুল বনাম দিলীপ গোষ্ঠীর দ্বন্দ্ব ছিল সুবিদিত। এখন মুকুল রায় নেই। তিনি তৃণমূলে ফিরেছেন। তাঁর অনুগামীরাও রাস্তা মাপছেন। কিন্তু তাতেও স্বস্তি নেই দিলীপ ঘোষের। বঙ্গ বিজেপির অন্দরে যেন নতুন করে দিলীপ বিরোধী একটা লবি তৈরি হচ্ছে। অন্তত দিলীপের ঘনিষ্ঠ মহলের এমনটাই ধারণা।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

বিধানসভা নির্বাচনের পর দলের অনেক কাণ্ডকারখানার কথাই দিলীপবাবু হয় জানতে পারেছেন না, নাহয় অনেক পরে সব ঠিক হয়ে যাওয়ার পর জানছেন। এই তো দিনকয়েক আগেই শুভেন্দু অধিকারী যখন দিল্লি গেলেন, তখনও দিলীপবাবু দাবি করেছিলেন বিরোধী দলনেতার সেই সফরের কথা তিনি জানতেনই না। যদিও দিল্লিতে দাঁড়িয়েই বিরোধী দলনেতা জানিয়েছিলেন, তিনি রাজ্যের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীকে জানিয়েই দিল্লি এসেছেন। কিন্তু শুভেন্দুর পাশাপাশি সেদিন দিল্লি গিয়েছিলেন আরও ৩ সাংসদ। তাঁদের দিল্লি যাত্রার কথা নাকি রাজ্য নেতাদের কেউই জানতেন না। আবার দিন দুই আগে বিধায়কদের নিয়ে শুভেন্দু যে ‘রাজভবন অভিযান’ করলেন, সেটা সম্পর্কেও নাকি তেমন তথ্য শুরুর দিকে ছিল না দিলীপের কাছে। এবারেও নাকি অমিতাভ চক্রবর্তীকে বলেই কর্মসূচি গ্রহণ করেছিলেন শুভেন্দু। দিলীপ জানতে পারেন একেবারে শেষ মুহূর্তে।

Leave a Reply