বেঙ্গলি পোর্টাল: আজ সিরিজের শেষ ম্যাচে টিম ইন্ডিয়ার লক্ষ্য থাকবে একটাই সেটা হল অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের সম্মান বাঁচানো। সেটা যদি করা সম্ভব হয়, তাহলে টেস্ট সিরিজের আগে মানসিকভাবে অ্যাডভান্টেজ পেয়ে যাবেন বিরাটরা। আর এই মুহূর্তে দুই দলের যা ফর্ম তাতে অজিরা সিরিজের তৃতীয় ম্যাচেও আত্মসমর্পণ করলে অবাক হওয়ার কিছু থাকবে না বলেই মনে করছে ক্রিকেট মহল।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
প্রথম দুই ম্যাচে হার্দিক এবং জাদেজার নায়কোচিত পারফরম্যান্স বাদ দিলেও ভারত সার্বিকভাবে অজিদের থেকে ভাল খেলেছে। নটরাজন এই সিরিজের সেরা আবিষ্কার। যেভাবে তিনি দু’ম্যাচে পারফর্ম করেছেন তাতে আগামী দিনে এই ধারাবাহিকতা দেখাতে পারলে প্রথম একাদশে পাকা হয়ে যেতে পারে তাঁর জায়গা। তবে, সঞ্জু স্যামসনের কাছ থেকে হয়তো আরেকটু ধারাবাহিকতা প্রত্যাশা করবেন অধিনায়ক বিরাট। সব মিলিয়ে টিম ম্যানেজমেন্ট যদি পরীক্ষা নিরিক্ষার দিকে না যায়, তাহলে প্রথম একাদশে বদলের তেমন সম্ভাবনা নেই।
আরও পড়ুন: “সৌরভ গাঙ্গুলি টাকার কাঙ্গাল, ও টাকার জন্য সব করে” বললেন প্রাক্তন বোর্ড প্রশাসক রামচন্দ্র গুহ
উল্লেখ্য, চোট আঘাতে জর্জরিত অজিরা টি-২০ সিরিজে আর নিজেদের টেস্ট তারকাদের খেলিয়ে ঝুঁকি নিতে চাইবে না। তবে, তাদের জন্য স্বস্তির খবরও আছে। কোচ ল্যাঙ্গার ইঙ্গিত দিয়েছেন, শেষ ম্যাচে অধিনায়ক ফিঞ্চ ফিরলেও ফিরতে পারেন। অভিজ্ঞ বোলারদের কাউকেই এদিন পাচ্ছে না অস্ট্রেলিয়া। সব মিলিয়ে খাতায় কলমে তৃতীয় টি-টোয়েন্টিতেও এগিয়ে থেকেই শুরু করবে ভারত। এর আগে তিন ম্যাচের টি-২০ সিরিজে দু’বার হোয়াইটওয়াশ হয়েছে অজিরা। তাই আজকের উত্তেজনাপূর্ণ ম্যাচের দিকে তাকিয়ে আছে ক্রিকেট মহল।