Bengaliportal: ভোটের মুখে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন চিরঞ্জিৎ চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেকথা ইতিমধ্যেই জানিয়েছেন তিনি। রাজনীতি ছাড়লেও কোনও নির্দিষ্ট দলে যোগ দেবেন না বলেই জানান চিরঞ্জিৎ। এবার রাজনীতি ছাড়লে সাধারণ মানুষের মতোই জীবন কাটাতে চান বলে জানান টলিউডের অভিনেতা।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
২০১১ সালে বারাসত কেন্দ্র থেকে বিধায়ক পদের জন্য তৃণমূল কংগ্রেসের হয়ে লড়েছিলেন চিরঞ্জিৎ। জিতেও গিয়েছিলেন। তারপরও একই কেন্দ্র থেকে জয় পান তৃণমূলের হয়ে। এখনও বারাসত কেন্দ্রের বিধায়ক পদে রয়েছেন চিরঞ্জিৎ।
এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে ৬৫ বছরের অভিনেতা জানান, প্রথম থেকেই রাজনীতির বাইরের লোক তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী ছিলেন। মনে হয়েছিল, পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতে পারবেন তিনিই। সেই আশাতেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করেছিলেন। মঞ্চে বক্তব্যও রেখেছিলেন। ২০১১ সালে তৃণমূলের প্রয়োজনেই ভোটে দাঁড়িয়েছিলেন। পরেরবার যখন আবার ভোটে দাঁড়ান, তার আগেও রাজনীতি থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু সেই সময়ও ভোটে দাঁড়াতে হয়। এখন নিজের রাজনীতি ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের আশায় রয়েছেন অভিনেতা।