Bengaliportal: “আমাদের রাজ্যে নারীরা সবচেয়ে বেশি সুরক্ষিত। ওঁদের রাজ্যে গিয়ে দেখুন মা-বোনেদের কী অবস্থা।” বাইরের রাজ্য থেকে প্রচারে আসা রাজনীতিবিদদের এভাবেই বিঁধলেন তৃণমূলের তারকা সাংসদ দেব। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার কিছুদিন পর থেকেই জেলায় জেলায় প্রচারে বেরিয়ে পড়েছেন ঘাটালের সাংসদ। বাঁকুড়ার রানিবাঁধের তৃণমূল প্রার্থী জ্যোৎস্না মাণ্ডির হয়ে ভোট চান তিনি। সেই বক্তব্য রাখতে গিয়েই এই মন্তব্য করেন।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন দেব। করোনা কালে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কাজ করেছেন সেই ব্যখ্যা দেন। বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্পের পাশাপাশি কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের কথাও বলেন। এরপরই বলেন, “খেলাটা অন্যরকম চলছে। আজকে খেলা হচ্ছে ধর্ম নিয়ে। কে হিন্দু, কে মুসলিম, তা ভাগ করে।” তা হতে দেওয়া যাবে না বলেই জানান তৃণমূলের তারকা সাংসদ।
এরপরই ‘খেলা হবে’ স্লোগানের প্রসঙ্গে তোলেন দেব। জানান, এখন অনেকেই এই স্লোগান দিচ্ছেন। তিনি বিশেষ রাজনীতি বোঝেন না। তবে যেটুকু বোঝেন, সেই বোঝাটুকু সম্বল করেই বলেন, “যাঁরা মানুষকে ভাল রাখবে, মানুষকে উন্নয়নের পথে নিয়ে যাবে সেই খেলা হবে। যাঁরা হিন্দু-মুসলিমকে ভাগ করে ভোট নেবে তাঁদের খেলা শেষ হবে”।