উপেন্দ্রকিশোর রায়চৌধুরী’র (Upendrakishore Ray Chowdhury Biography) জন্ম স্থান ও পিতামাতা
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী’র (Upendrakishore Ray Chowdhury) জীবনী: বাংলা শিশু ও কিশাের সাহিত্যের অন্যতম রূপকার উপেন্দ্রকিশােরের (Upendrakishore Ray Chowdhury) জন্ম 1863 খ্রিঃ 12 ই মে ময়মনসিংহ জেলার মসূয়া গ্রামের বিখ্যাত জমিদার বংশে। তার পিতা কালীনাথ রায়চৌধুরী ছিলেন নানাশাস্ত্রে পন্ডিত। এই কারণে মুন্সী শ্যামসুন্দর বলেও তিনি পরিচিত হয়েছিলেন।
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী’র ছোটবেলা: Upendrakishore Ray Chowdhury’s Childhood
কালীনাথের ছিল পাঁচপুত্র তিন কন্যা। তাদের মধ্যে দ্বিতীয় পুত্র কামদারঞ্জনকে পাঁচবছর বয়সে দত্তক নিয়েছিলেন হরিকিশাের রায়চৌধুরী নামে এক আত্মীয়। দত্তকপুত্র হিসেবে কামদারঞ্জনের নাম বদলে হল উপেন্দ্রকিশাের (Upendrakishore Ray Chowdhury).ময়মনসিংহ জেলা স্কুলে শিক্ষারম্ভ। 1880 খ্রিঃ প্রবেশিকা পরীক্ষায় পাশ করে কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। কলকাতায় এসেপরিচিত হলেন ব্রাহ্মসমাজের সর্বজন শ্রদ্ধেয় মহর্ষি দেবেন্দ্রনাথ এবং দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। বন্ধুত্ব গড়ে ওঠে দেবেন্দ্রনাথের পুত্র রবীন্দ্রনাথের সঙ্গে।
আরো পড়ুন: কাজী নজরুল ইসলাম এর জীবনী
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী’র শিক্ষাজীবন: Upendrakishore Ray Chowdhury’s Educational Life
স্বভাবতঃই উপেন্দ্রকিশোেরও (Upendrakishore Ray Chowdhury) ব্রাহ্মধর্মের প্রতি আকৃষ্ট হলেন। এই সূত্রেই তার যাতায়াত শুরু হল জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। নতুন কিছু জানার বিষয়ে বরাবরই প্রবল ঝোঁক উপেন্দ্রকিশােরের (Upendrakishore Ray Chowdhury)। কলকাতায় নতুন নতুন বই পড়ার সুযােগ পেয়ে তার মধ্যে ডুবে গেলেন। এই সময়েই উপেন্দ্র কিশাের একটা বিষয় লক্ষ করলেন, দেশের ছােটদের জন্য ভাল লেখা আঁকাও ছাপা বই নেই! এই অভাব দূর করবার উদ্দেশ্যে একটা মাসিক পত্রিকা প্রকাশের চিন্তা তার মাথায় আসে। প্রথমে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেও পরে 1884 খ্রিঃ মেট্রোপলিটন ইনসটিটিউট থেকে বি.এ পাশ করেন।
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী’র বিবাহ জীবন ও পরিবার: Upendrakishore Ray Chowdhury’s Marriage Life And Family
এই সময়ে ব্রাহ্মধর্মে দীক্ষিত হন। ব্রাহ্মধর্ম প্রচলিত হিন্দুধর্মের রীতিনীতি ও মূর্তিপূজার বিরােধী হলেও উপেন্দ্রকিশােরের (Upendrakishore Ray Chowdhury) গোঁড়া হিন্দু ব্রাহ্মণ পরিবার তার দীক্ষার ব্যাপার মেনেই নিলেন। এই বছরেই ব্রাহ্মনেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের কন্যা বিধুমুখী দেবীকে বিবাহ করেন।
আরো পড়ুন: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর জীবনী
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী’র কর্ম জীবন ও রচনা: Upendrakishore Ray Chowdhury’s working life and composition
ছাত্রাবস্থায় 1883 খ্রিঃ সখা পত্রিকায় উপেন্দ্রকিশােরের (Upendrakishore Ray Chowdhury) প্রথম রচনা প্রকাশিত হয়েছিল। এবারে শিশু ও কিশােরদের উপযােগী বিভিন্ন বিষয়ের ওপর লেখায় মনােনিবেশ করলেন। ছােটদের বই সুন্দর করে ছাপিয়ে প্রকাশ করার পরিকল্পনা ছিল উপেন্দ্রকিশােরের। নিজে ছবি আঁকতে পারেন কাজেই সেসব বই হবে সচিত্র। খুব অল্প সময়ের মধ্যেই নিজেকে প্রস্তুত করে নিলেন ছােটদের লেখা আঁকা ও ছবি এনগ্রেভিং সম্পর্কে। এরপর বিলেত থেকে ছাপার আধুনিক যন্ত্র আনাবার ব্যবস্থা করলেন। 1895 খ্রিঃ শুরু হল নিজস্ব প্রেস। এইভাবেই সূত্রপাত হল এদেশে মুদ্রণ শিল্পের নতুন অধ্যায়। ইতিমধ্যে সংসারে এসেছে দুই ছেলে সুকুমার ও সুবিনয়। উপেন্দ্রকিশাের (Upendrakishore Ray Chowdhury) প্রেসের নাম দিলেন ইউ রায় অ্যান্ড সন্স। ছবি আঁকা ছবি তােলার ষ্টুডিও হল। আরও নানা উপকরণে সুসজ্জিত হল প্রেস। লেখা ও ছবি আঁকার পাশাপাশি চলতে লাগল হাফটোন ছবি ছাপার বিষয়ের পরীক্ষা নিরীক্ষা ! এসম্পর্কে তার রচিত প্রবন্ধ প্রকাশিত হল বিলেতের ম্যাগাজিন পেনরােজ অ্যানুয়েলে। প্রশংসিত হলাে সেইসব রচনা। তেলরং বা জলরং – এর হাফটোন ছবি ছাপার বিষয়টি যখন বিদেশে গবেষণার পর্যায়ে, উপেন্দ্রকিশাের এদেশে নতুন পদ্ধতি উদ্ভাবন করে তার প্রেসে ছাপার কাজ শুরু করেছেন। তার প্রতিষ্ঠিত ইউ রায় অ্যান্ড সন্স কোম্পানি থেকেই ভারতবর্ষে প্রসেস – শিল্পবিকাশের সূত্রপাত হল।
আরো পড়ুন: রবীন্দ্রনাথ ঠাকুর এর জীবন পরিচয়
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী’র মৃত্যু: Upendrakishore Ray Chowdhury’s Death
1915 খ্রিঃ 20 শে ডিসেম্বর উপেন্দ্রকিশাের (Upendrakishore Ray Chowdhury) কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।