ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ প্রক্রিয়া চললেও এখনই নিয়োগপত্র তুলে দেওয়া যাবে না নির্দেশ হাই কোর্টের

উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ প্রক্রিয়া চললেও এখনই নিয়োগপত্র তুলে দেওয়া যাবে না নির্দেশ হাই কোর্টের
উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ প্রক্রিয়া চললেও এখনই নিয়োগপত্র তুলে দেওয়া যাবে না নির্দেশ হাই কোর্টের

Bengaliportal: শিক্ষক নিয়োগে ইন্টারভিউ চললেও উচ্চ আদালতের অনুমতি ছাড়া এখনই কাউকে নির্বাচন করে নিয়োগপত্র দেওয়া যাবে না। মঙ্গলবার এই উচ্চ প্রাথমিক সংক্রান্ত মামলায় এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চ। ইন্টারভিউয়ে নির্বাচিত সদস্যদের বিস্তারিত database তৈরি করতে হবে। পাশাপাশি, যাঁরা ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হননি বলে ক্ষোভ রয়েছে, তাঁদেরও লিখিত পরীক্ষার ব্রেক-আপ নম্বর এবং শুনানির বিস্তারিত তথ্যভাণ্ডার তৈরির নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এরপর সেই দুটি তথ্যভাণ্ডার হাই কোর্টে জমা দিতে হবে। তা ভালভাবে খতিয়ে দেখে তবেই শিক্ষক নিয়োগের অনুমতি দেবেন বিচারপতিরা।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

দীর্ঘ সময় পর আইনি জটমুক্ত হয়েছিল রাজ্যে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। উচ্চ আদালতের নির্দেশ মেনে ১৯ জুলাই থেকে ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু হয়েছে। মোট ১৪,৩৩৯ জন শিক্ষক নিয়োগের জন্য ১৫ হাজারের বেশি প্রার্থীর নাম রয়েছে ইন্টারভিউ তালিকায়। ৪ আগস্ট পর্যন্ত চলবে ইন্টারভিউ। তবে তার মধ্যে মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চ জানিয়ে দিল, ইন্টারভিউ নিতে কোনও বাধা নেই। প্যানেলও তৈরি করা যাবে। কিন্তু নির্বাচিত শিক্ষকদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া যাবে না আদালতের অনুমতি ছাড়া।

Leave a Reply