ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

Urfi Javed: ধারালো ব্লেড দিয়ে পোশাক বানিয়ে পরেছেন উরফি, দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের

Urfi Javed: ধারালো ব্লেড দিয়ে পোশাক বানিয়ে পরেছেন উরফি, দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের - Humppy
Rate this post

[ad_1]

Urfi Javed: কতদিন চুপ করে থাকবে বলুনতো উরফি জাভেদ (Urfi Javed)। প্রতিদিন তার নতুন নতুন আইডিয়া মাথা ঘুরিয়ে দেওয়ার সামিল হয়েছে। কোনোদিন কটন ক্যান্ডি ও কোনোদিন দড়ি দিয়ে তৈরী ড্রেস। আবার কোনোদিন ভাঙা কাঁচের টুকরো তো আবার সেফটি পিন দিয়ে তৈরী পোশাক। এসব কিছুই উটপাটাং আইডিয়া দেখা গেছে উরফির থেকে। কটাক্ষের শিকার হয়েছেন বহুবার। তবে তিনি থেমে থাকার নয়। যে কারণে সব কিছু পিছনে ফেলে দিয়ে কার্যত সব থেকে ভয়ানক এক পোশাকে দেখা গেল তাকে।

ইনস্টাগ্রামে নতুন ভিডিও শেয়ার করেছেন উরফি নিজেই। যেখানে তাকে দেখা গেল সম্পূর্ণ ব্লেড দিয়ে তৈরী পোশাক পরেছে তিনি। হ্যাঁ ঠিকই পরছেন শত শত ব্লেড জুড়ে তৈরী হয়েছে তার এই পোশাক। তবে প্রথম ঝলক দেখলে কোনোভাবেই বোঝার উপায় নেই। তার সাথেই খোলা চুল, মেকআপ ও বোল্ড লুকে নেটিজেনদের মন সেই ব্লেডের মতোই ধারালো করে তুলেছেন তিনি।

অন্যবারের মতোই মিলিয়ন ভিউস ছাড়িয়ে গেছে ভিডিওতে। তবে অনেকে বলেছেন ‘সুন্দর’ ও ‘ক্রিয়েটিভ’। তেমনই অনেকে বলেছেন ‘এটা খুবই ঝুঁকি পূর্ণ একটা কাজ’। উরফি এই ফ্যাশনে নেটিজেনদেরও যে ভাগ করে দিয়েছে দুটি ভাগে তা অনায়েসেই বোঝা যাচ্ছে।

[ad_2]

Leave a Reply