ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

উজ্জ্বল ত্বক পেতে রাতে ঘুমানোর আগে বাড়িতেই বানিয়ে ব্যাবহার করুন এই ফেসমাস্ক, রইল ঘরোয়া টিপস

Make this face mask at home and use it before going to bed at night to get glowing skin
Make this face mask at home and use it before going to bed at night to get glowing skin

উজ্জ্বল ত্বক পেতে রাতে ঘুমানোর আগে বাড়িতেই বানিয়ে ব্যাবহার করুন এই ফেসমাস্ক, রইল ঘরোয়া টিপস: সারাদিন কাজের চাপ তার উপরে বাইরে ধুলো-ময়লা জমে ত্বকের বারোটা বেজে যায়। কিন্তু সারাদিন পরে বাড়ি ফিরে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে ত্বক চর্চা করতে ইচ্ছাও করে না। তবে চিন্তার কারণ নেই আপনার সুন্দর ত্বক আরও মোলায়েম ও কোমল হয়ে উঠবে দিনের শেষে মাত্র কয়েক মিনিটেই। চটপট ঘরোয়া পদ্ধতিতে তৈরী করা যায় এমন তিনটি ফেস প্যাকের সম্পর্কে আজ আপনাদের এই প্রতিবেদনে জানাবো। যার ব্যবহার ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে। তাহলে চলুন সেই ফেসপ্যাক সম্পর্কে দেখে নেওয়া যাক।

১) গ্রিন টি ফেস মাস্ক:

একটি ছোট কাপে প্রথমে গ্রীন টি, ৪ চামচ খেজুর গুড় ও কিছু পরিমান অলিভ অয়েল মিশিয়ে নিন। তবে গ্রিন টি প্রথমে এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়ে খেজুর গুড় মেশাবেন। তারপর আবার ১ ঘন্টা ফ্রিজে রাখবেন। এবার সম্পূর্ণ প্যাকটি নিজের মুখে ভালো করে মেখে নিন। ১৫-২০ মিনিট রেখে দিয়ে জল দিয়ে ধুয়ে ফেলুন। এর ফলে ব্রণ হবে না। সারাদিনের জমে থাকা ধুলো-ময়লা গায়েব হয়ে যাবে।

Green tea face mask
Green tea face mask

২) চকোলেট ফেসমাস্ক:

একটা বাটিতে ২ চা চামচ কোকো পাউডার, ১ চা চামচ মধু, ১ চা চামচ দই আর অর্ধেক পাকা কলা নিয়ে নিতে হবে। পাকা কলা খুব ভালো করে চটকে নেবেন যাতে কোনো অংশ বোঝা না যায়। মাস্কটি মুখে ১৫ মিনিট মতো লাগিয়ে শুকিয়ে নিন। এর পরে সাধারণ জলে ভালো করে ধুয়ে নিন। দুর্দান্ত উপকার পাবেন আপনারা এই কোকো ফেসমাস্কের জন্য।

উজ্জ্বল ত্বক পেতে রাতে ঘুমানোর আগে বাড়িতেই বানিয়ে ব্যাবহার করুন এই ফেসমাস্ক, রইল ঘরোয়া টিপস

৩) লেবুর ফেসমাস্ক:

একটি পাত্রের মধ্যে একটি লেবুর রস, ২ চা চামচ চিনি, ২ চা চামচ অলিভ অয়েল নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর আপনার মুখে মাস্কটি ১০-১৫ মিনিট মতো লাগিয়ে রেখে দিন। তার পরে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সারাদিনের ক্লান্তি, দাগছোপ এসব কিছুই ত্বক থেকে গায়েব হয়ে যাবে।

Also Read: ওজন কমানোর জন্য ২০টি প্রোটিন রিচ খাবার তালিকা

পছন্দ মতো ফেসমাস্ক তো লাগালেন। কিন্তু এটাতেই থেমে থাকবেন না। ফেসমাস্ক ব্যবহার করার পর এর বিস্তারিত প্রভাব পেতে সামুদ্রিক লবণের স্প্রে ব্যবহার করুন। ঠান্ডা জলে সামুদ্রিক লবন কিংবা আপেল সিডার ভিনিগার ব্যবহার করুন। তুলো করে কিংবা কাপড়ের মধ্যে এই মিশ্রণ নিয়ে ত্বকে ব্যবহার করুন। দেখুন ত্বক নরম ও ব্যাপক মোলায়েম হয়ে উঠবে নিমেষেই।

উজ্জ্বল ত্বক পেতে রাতে ঘুমানোর আগে বাড়িতেই বানিয়ে ব্যাবহার করুন এই ফেসমাস্ক, রইল ঘরোয়া টিপস

Leave a Reply