ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ওয়ানডে সিরিজ হারলেও শেষ ম্যাচ জিততে মরিয়া বিরাট বাহিনী

ওয়ানডে সিরিজ হারলেও শেষ ম্যাচ জিততে মরিয়া বিরাট বাহিনী
ওয়ানডে সিরিজ হারলেও শেষ ম্যাচ জিততে মরিয়া বিরাট বাহিনী

বেঙ্গলি পোর্টাল: ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হারলেও শেষ ম্যাচে ভারতের দুরন্ত জয় বাড়িয়ে দিতে পারে দলের মনোবল। অধিনায়ক বিরাট কোহালিও জানিয়ে দিয়েছেন, এই জয় দলের আত্মবিশ্বাস ফেরাতে সাহায্য করবে। ভারত যে মাঠে জিতেছে, সেই ক্যানবেরার মানুকা ওভালেই প্রথম টি-টোয়েন্টি। এখনও পর্যন্ত ২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। তার মধ্যে ভারত জিতেছে ১১বার। আটটি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। একটি ম্যাচ অমীমাংসিত।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

দু’দলই একটি উত্তরের খোঁজে ছুটছে। কাদের দিয়ে ওপেন করানো হবে? ভারতের ওপেনার হিসেবে শিখর ধওয়নের জায়গা পাকা। তাঁর সঙ্গে কে ওপেন করবেন? সহ-অধিনায়ক কে এল রাহুলকে কি ফের তাঁর প্রিয় ওপেনারের ভূমিকায় দেখা যেতে পারে? আইপিএলে ওপেন করেই প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার পেয়েছেন রাহুল (৬৭০ রান)। অন্য দিকে, ৬১৮ রান করে দ্বিতীয় স্থানে ছিলেন ধওয়ন। কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাওস্করও বলেছেন, ‘‘টি-টোয়েন্টি সিরিজে ধওয়নের সঙ্গে ওপেন করুক রাহুল। দু’জনকেই টি-টোয়েন্টিতে খুব সাবলীল দেখিয়েছে। তাদের পরেই আসুক বিরাট। প্রথম তিন ব্যাটসম্যান ১৪ ওভার পর্যন্ত ব্যাট করতে পারলে চার নম্বরে পাঠানো হোক হার্দিককে। উইকেট দ্রুত পড়লে শ্রেয়সকে নামানো যেতে পারে বিরাটের পরেই।’’

আরও পড়ুন: বিরাটের রেকর্ডের দিনে অবিস্মরণীয় জয় ভারতের

ভারতের মতোই অস্ট্রেলিয়া খুঁজছে ওয়ার্নারের পরিবর্তে ওপেনার। তৃতীয় ওয়ান ডে-তে অ্যারন ফিঞ্চের সঙ্গে ওপেন করতে নেমে ব্যর্থ মার্নাস লাবুশেন। তাঁর পরিবর্তে বাঁ-হাতি বিধ্বংসী ওপেনার ডার্সি শর্টকে খেলানো হয় কি না, তা সময়ই বলবে। এ বারের বিগ ব্যাশ লিগে একাধিক ম্যাচ জেতানো ইনিংস রয়েছে ডার্সির। চর্চা চলছে দু’দলের পেস আক্রমণ নিয়েও। তাই বলাই বাহুল্য এই ব্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে ক্রিকেট প্রেমীদের মধ্যে।

Leave a Reply