[ad_1]
WB BDO Office Recruitment 2022 – পশ্চিমবঙ্গে ব্লক অফিসে কর্মী নিয়োগ এখনই আবেদন করুন
WB BDO Office Recruitment 2022: কর্মসংস্থান নিয়ে বিস্তর অভাব-অভিযোগের মধ্যে রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিয়ে একের পর এক জেলায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে। রাজ্যের ব্লক ডেভেলপমেন্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। ১০ অগস্ট অবধি এই পদে আবেদন করা যাবে। এই পদে আবেদনের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, এবং আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক।
WB BDO Office Recruitment 2022 শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশের সঙ্গে কম্পিউটার অ্যাপলিকেশনে সার্টিফিকেট থাকা আবশ্যক। সব মিলিয়ে একটি শূন্যপদে নিয়োগ করা হবে।
WB BDO Office Recruitment 2022 বয়স: ০১/০১/২০২২ অনুযায়ী আবেদনকারীকে ১৮ থেকে ৩৭ বছর বয়সী হতে হবে।
WB BDO Office Recruitment 2022 বেতন: মাসিক ১১ হাজার টাকা
WB BDO Office Recruitment 2022 আবেদন পদ্ধতি: ফর্ম ডাউনলোড করে যাবতীয় নথি যোগ করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।
WB BDO Office Recruitment 2022 আবেদন পাঠানোর ঠিকানা:
THE BLOCK DEVELOPMENT OFFICER ,KRANTI DEVELOPMENT BLOCK, UTTAR SARIPAKURI, KRANTI, JALPAIGURI,
PIN- 735218
বিস্তারিত জানতে এবং বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।
[ad_2]