ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ – WB Chief Medical Officer of Health Recruitment 2023

WB Chief Medical Officer of Health Recruitment 2023
WB Chief Medical Officer of Health Recruitment 2023

রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ – WB Chief Medical Officer of Health Recruitment 2023: পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। নদীয়া জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মেডিক্যাল অফিসার,স্টাফ নার্স ছাড়াও আরও বিভিন্ন পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রত্যেকটি পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন আবেদন পদ্ধতি সমস্ত কিছু আজকের এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে। সম্পূর্ণ বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ – WB Chief Medical Officer of Health Recruitment 2023

নিয়োগ সংস্থাChief Medical Officer of Health (CMOH)
পদের নামMadical Officer, Staff Nurse, Community Health Assistant & Others
মোট শূন্যপদ২৪৪ টি
বেতন (₹)১০,০০০ – ৬০,০০০/-
চাকরির ধরনসরকারি
আবেদন মোডঅনলাইন
স্থাননদীয়া, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটnadia.gov.in

রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ – WB Chief Medical Officer of Health Recruitment 2023

পদের নাম (Post Name)

এখানে Medical Officer, Staff Nurse, Community Health Officer, Specialist Medical Officer, Counsellor, Laboratory Technician, Pharmacist পদে নিয়োগ করানো হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

পদ অনুযায়ী শূন্যপদের বিবরণ নিন্মে ছকে উল্লেখ করা হয়েছে।

পদের নামমোট শূন্যপদ
Medical Officer৪৩ টি
Staff Nurse (UHWC, Polyclinic, NUHM, Thalassemia)৬৫ টি
Community Health Assistant৪৪ টি
Specialist Medical Officer (Medicine, Paediatrics, G & O, Ophthalmologist)৩১ টি
Counsellor৫ টি
Block Epidemiologist৪ টি
Block Public Health Manager৫ টি
Laboratory Technician৯ টি
Block Data Manager৪ টি
Medical Officer (NUHM)৫ টি
Pharmacist (NUHM)১০ টি
Senior Treatment Supervisor২ টি
Lab Technician ICTC৩ টি
Multi Tasking Staff (Ayush)১ টি
Accountant (Ayush)১ টি
Others১২ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

CMOH এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে এখানে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে 12th, GNM, ANM, MBBS, BHMS, B. Sc, Diploma, Post Graduation পাশ করে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

বয়সসীমা (Age Limit)

এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বনিন্ম ১৯ বছর এবং সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

বেতন (Salary)

CMHO Nadia র অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১০,০০০ টাকা থেকে শুরু করে ৬০,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন বেতন রয়েছে, বেতন সংক্রান্ত আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

আবেদন পদ্ধতি (Apply Process)

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন ইতিমধ্যেই শুরু হয়েছে। আবেদন করার জন্য nadia.gov.in ওয়েবসাইট ভিজিট করতে হবে। আবেদন করার আগে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে রাখতে হবে। ফর্ম ফিলাপের সময় আপনার নাম, কোন পদের জন্য আবেদন করছেন, জন্মের তারিখ, স্থায়ী ঠিকানা, মোবাইল নং, ইমেইল সমস্ত কিছু সঠিক ভাবে দিতে হবে। সবশেষে আবেদন মূল্য পেমেন্ট করে ফর্মটি সাবমিট করতে হবে। ফাইনাল কপি প্রিন্ট করে নিজের কাছে রেখে দিবেন।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • বয়সের প্রমাণপত্র
  • SC/ST/OBC
  • অভিজ্ঞতার প্রমাণপত্র
  • ঠিকানার প্রমাণপত্র
  • পাসপোর্ট সাইজ ফটো

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য UR প্রার্থীদের ১০০/- টাকা এবং SC/ST/OBC প্রার্থীদের জন্য ৫০/- টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

CMOH Nadia অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে সমস্ত পদের অনলাইন আবেদনের শেষ তারিখ আগামী ৪ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করানো হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত২২.০৩.২০২৩
আবেদন শুরু২২.০৩.২০২৩
আবেদন শেষ০৪.০৪.২০২৩

Important Links

অফিসিয়াল বিজ্ঞপ্তি [1]: Download PDF

অফিসিয়াল বিজ্ঞপ্তি [2]: Download PDF

আবেদন লিঙ্ক: Apply Here

Leave a Reply