ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

WB District Magistrate Surveyor and Clerk Recruitment 2022 – রাজ্যে জেলা ম্যাজিস্ট্রেট অফিসে সার্ভেয়ার এবং ক্লার্ক নিয়োগ 2022

WB District Magistrate Surveyor and Clerk Recruitment 2022
WB District Magistrate Surveyor and Clerk Recruitment 2022
Rate this post

WB District Magistrate Surveyor and Clerk Recruitment 2022: পশ্চিম মেদিনীপুর জেলা শাসক WB District Magistrate Surveyor and Clerk Recruitment 2022 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। WB District Magistrate Surveyor and Clerk Recruitment 2022 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।

Table of Contents

WB District Magistrate Surveyor and Clerk Recruitment 2022 – রাজ্যে জেলা ম্যাজিস্ট্রেট অফিসে সার্ভেয়ার এবং ক্লার্ক নিয়োগ 2022

West Bengal Government Jobs 2022: পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের অফিসে একাধিক শূন্য পদে চলছে নিয়োগ। ১২ জুলাই ওয়াক-ইন ইন্টারভিউয়ের দিন ঠিক হয়েছে।

সরকারি চাকরির অপেক্ষায় অধিকাংশ পড়ুয়া বা চাকরি প্রার্থী অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। তাঁরা জীবনে লক্ষ্য স্থির করেই এগোন যে সরকারি চাকরিকেই কেরিয়ার হিসেবে বেছে নেবেন। সেই উদ্দেশ্যে তপস্যাও শুরু হয়ে যায়। এবার সেইসব চাকরি প্রার্থীদের জন্য রাজ্যেই এল সুযোগ। পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের অফিসে নিয়োগ করা হবে। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

WB District Magistrate Surveyor and Clerk Recruitment 2022 নিয়োগকারী সংস্থা

পশ্চিম মেদিনীপুর জেলা শাসক (Paschim Medinipur District Magistrate)

WB District Magistrate Surveyor and Clerk Recruitment 2022 পদের নাম

সমীক্ষক (Surveyor) ও ক্লার্ক (Clerk) পদে করা হবে নিয়োগ।

WB District Magistrate Surveyor and Clerk Recruitment 2022 মোট শূন্য়পদ

মোট ৯ টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে।

সমীক্ষক (Surveyor) পদে ৫ জনকে নেওয়া হবে। আর ক্লার্ক (Clerk) নিয়োগের ক্ষেত্রে খালি রয়েছে ৪ টি পদ।

WB District Magistrate Surveyor and Clerk Recruitment 2022 নিয়োগস্থল

পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলাতে কাজ করতে হবে।

WB District Magistrate Surveyor and Clerk Recruitment 2022 শিক্ষাগত যোগ্যতা

পশ্চিম মেদিনীপুর জেলা শাসক কর্তৃক জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী।

WB District Magistrate Surveyor and Clerk Recruitment 2022 বয়সসীমা

পশ্চিম মেদিনীপুর জেলা শাসক কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ১ জুলাই ২০২২ এর নিরিখে প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৬৩ বছর।

WB District Magistrate Surveyor and Clerk Recruitment 2022 বেতন

সমীক্ষকরা মাস গেলে পাবেন ২৭ হাজার টাকা। আর ক্লার্কদের মাসিক বেতন ১০ হাজার টাকা।

WB District Magistrate Surveyor and Clerk Recruitment 2022 আবেদন মূল্য

এই পদগুলিতে আবেদনের জন্য কোনও ফি লাগবে না।

WB District Magistrate Surveyor and Clerk Recruitment 2022 নির্বাচনের পদ্ধতি

এই পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমেই যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

WB District Magistrate Surveyor and Clerk Recruitment 2022 কীভাবে করবেন আবেদন

পশ্চিমবঙ্গের আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ওয়াক-ইন ইন্টারভিউয়ে যোগ দিতে পারেন। ইন্টারভিউয়ের দিন সঙ্গে বায়োডাটা, নিজে সই করা নথিপত্র নিয়ে আসবেন।

WB District Magistrate Surveyor and Clerk Recruitment 2022 ইন্টারভিউয়ের স্থান

Office of the District Magistrate, Paschim Medinipur

WB District Magistrate Surveyor and Clerk Recruitment 2022 ওয়াক-ইন ইন্টারভিউয়ের দিন

১২ জুলাই

bengaliportal

 

অফিসিয়াল নোটিশClick Here
আবেদন করার ফর্মClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

Disclaimer: Bengaliportal.com কোনো ধরনের সরকারি বা বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত নয়। এখানে Bengaliportal.com শুধুমাত্র সরকারি চাকরির খবর প্রদান করে। আমরা বিভিন্ন অনলাইন এবং অফলাইন মাধ্যম থেকে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি সংগ্রহ করে পাঠকদের উপস্থাপন করি। আমরা প্রার্থীদের পরামর্শ দিচ্ছি ভালো করে যাচাই করে তবেই আবেদন করুন। এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোনো অসাবধানতা বশত ত্রুটির জন্য আমরা দায়ী নই।

Leave a Reply