WB Govt Group-D Job Recruitment 2022: পশ্চিমবঙ্গ কামারহাটি পৌরসভা WB Govt Group-D Job Recruitment 2022 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ পৌরসভায় গ্রূপ ডি পদে কর্মী নিয়োগ এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ পৌরসভায় গ্রূপ ডি পদে কর্মী নিয়োগ – এখনই আবেদন করুন
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্যে শুধু অষ্টম পাশে গ্রুপ-D পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের যে কোনো জেলা থেকে অষ্টম পাশ করা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। ছেলে ও মেয়ে উভয় এই পদে আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবে। পশ্চিমবঙ্গে যে সকল চাকরি প্রার্থী গ্রুপ-D পদে আবেদন করতে ইচ্ছুক এবং আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা শেষ পর্যন্ত পড়বেন।
শূন্যপদের নাম: সাধারণত গ্রুপ-D পদে নিয়োগ করা হবে তবে মোট দুইধরনের পদ রয়েছে যা নিচে আলাদা আলাদা করে আলোচনা করা হল –
1. পিওন পদ
শূন্যপদ: 2 টি (UR-1 ও OBC-A-1)
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধু অষ্টম পাশ করতে হবে। এছাড়াও লিখতে ও পড়তে জানতে হবে।
মাসিক বেতন: মাসিক বেতন 4900-16200 সঙ্গে 1700 টাকার গ্রেট পে দেওয়া হবে।
আবেদনকারীর বয়সসীমা: আবেদনকারীর নূন্যতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বাধিক বয়স হতে হবে 40 বছরের মধ্যে এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হতে পারে।
2. মজদুর
শূন্যপদ: 3 (UR-2, SCEC-1)
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে অষ্টম পাশ করতে হবে। এছাড়াও বাংলায় লিখতে ও পড়তে জানতে হবে।
মাসিক বেতন: মাসিক বেতন 4900-16200 সঙ্গে 1700 টাকার গ্রেট পে দেওয়া হবে।
আবেদনকারীর বয়সসীমা: আবেদনকারীর নূন্যতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বাধিক বয়স হতে হবে 40 বছরের মধ্যে এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হতে পারে।
কী ভাবে আবেদন করবেন?
যারা উপরোক্ত পদের যে কোনো একটিতে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড করার লিঙ্ক নিচে দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করতে পারবে অথবা অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে ডাউনলোড করতে পারবেন।
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন?
1. বয়সের প্রমাণ জন্মগত শংসা পত্র বা মাধ্যমিক এডমিট
2. শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সমূহ (অবশ্যই অষ্টম পাশ মার্কশিট বা মাধ্যমিক মার্কশিট)
3. জাতিগত শংসা পত্র (যদি থাকে)
4. পাসপোর্ট সাইজের রঙিন ছবি রিসেন্ট
5. আধার বা ভোটার কার্ড
6. অন্যান্য
- উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ: 07/06/2022 তারিখ পর্যন্ত আবেদন পত্র জমা করতে পারবেন। সরাসরি কিংবা রেজিস্ট্রার পোস্টের মাধ্যমে।
আবেদন জমা করার ঠিকানা:
Executive Officer’s room, 1st floor of the main building addressed to the Chairman, Kamarhati Municipality, 1, M.M Feeder Road, P.O. Belghoria, Kolkata-700056.
Important Link
Official Website: Click Here
Notification: Click Here
Application Form: Click Here
প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
Disclaimer: Bengaliportal.com কোনো ধরনের সরকারি বা বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত নয়। এখানে Bengaliportal.com শুধুমাত্র সরকারি চাকরির খবর প্রদান করে। আমরা বিভিন্ন অনলাইন এবং অফলাইন মাধ্যম থেকে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি সংগ্রহ করে পাঠকদের উপস্থাপন করি। আমরা প্রার্থীদের পরামর্শ দিচ্ছি ভালো করে যাচাই করে তবেই আবেদন করুন। এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোনো অসাবধানতা বশত ত্রুটির জন্য আমরা দায়ী নই।