WB Health Warden Recruitment 2022: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরে ওয়ার্ডেন পদে প্রচুর কর্মী এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। WBHRB Warden Recruitment 2022 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
WB Health Warden Recruitment 2022 – পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তরে ওয়ার্ডেন পদে প্রচুর কর্মী নিয়োগ বিস্তারিত জানুন
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফে West Bengal Health Recruitment 2022 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সবমিলিয়ে মোট 165 টি শূন্যপদে ওয়ার্ডেন পদে নিয়োগ করা হবে।
WBHRB Warden Recruitment 2022 -এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অফলাইনে কোনো আবেদন গ্রহন করা হবে না। 17/06/2022 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হবে।
আরও পড়ুন: ভারতীয় রেলে ৫৭০০ জন গ্রুপ ডি কর্মী নিয়োগ
West Bengal Health Warden Recruitment 2022 -এ পশ্চিমবঙ্গে যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। নূন্যতম মাধ্যমিক পাশেই উক্ত পদগুলোতে আবেদন করা যাবে। অ্যাকাডেমিক পরীক্ষার নম্বর এবং ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।
WB Health Warden Recruitment 2022 -এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। নূন্যতম উচ্চমাধ্যমিক পাশেই আবেদন করা যাবে।
পদের নাম:
Warden
মোট শূন্যপদ:
সবমিলিয়ে মোট 165 টি শূন্যপদ আছে।
মাসিক বেতন:
5,400-25,200/- টাকা (গ্রেড পে 2,600/- টাকা)
আবেদন শুরু: 17/06/2022
আবেদন শেষ: 30/06/2022
বয়সসীমা:
01/01/2022 অনুযায়ী আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে।
আবশ্যিক যোগ্যতা:
উক্ত পদে আবেদনের জন্য মাধ্যমিক পাশ হতে হবে। শিক্ষাগত যোগ্যতার বিষয়টি বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।
আবেদন মূল্য:
উক্ত পদে আবেদনের জন্য 160/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
আরও পড়ুন: ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এ কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি:
- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।
- প্রথমে নিজের নাম রেজিস্ট্রার করতে হবে।
- এরপর নির্ভুলভাবে ফর্ম পূরণ করতে হবে।
- নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
- অনলাইনে আবেদন করার শেষ তারিখ 30/06/2022
Important Link
অফিসিয়াল নোটিশ | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |