পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ 2024 | WB Kanyashree Prakalpa Recruitment 2024: পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্পের আওতায় কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। চাকরি প্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত নিয়োগের সুখবর। সেক্ষেত্রে যেসকল চাকরিপ্রার্থী। রাজ্যে জেলা স্তরে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের অধীনে কন্যাশ্রী প্রকল্পের এই নিয়োগ। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ 2024 | WB Kanyashree Prakalpa Recruitment 2024
নিয়োগকারী সংস্থা | ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তথা DM অফিস |
---|---|
পদের নাম | ডেটা ম্যানেজার (Data Manager) |
শিক্ষাগত যোগ্যতা | যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর সার্টিফিকেট ও টাইপিং দক্ষতা প্রয়োজন |
বয়সসীমা | 18 থেকে 37 বছর |
মাসিক বেতন | 11,000/- টাকা থেকে শুরু |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের সময়সীমা | 16/04/2024 |
পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ 2024 | WB Kanyashree Prakalpa Recruitment 2024
পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ 2024 নিয়োগকারী সংস্থা
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে জেলা লেভেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তথা DM অফিসের অধীনে কন্যাশ্রী প্রকল্পে নেওয়া হবে কর্মী।
WB Kanyashree Prakalpa Recruitment 2024 পদের নাম
কন্যাশ্রী প্রকল্পের এই নিয়োগের মধ্য দিয়ে ডেটা ম্যানেজার (Data Manager) পদে কর্মী নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ 2024 শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর সার্টিফিকেট থাকার পাশাপাশি প্রার্থীদের টাইপিং দক্ষতা থাকা দরকার।
- আরও পড়ুন: মাধ্যমিক ভারতীয় পাশে রেলে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ 2024
WB Kanyashree Prakalpa Recruitment 2024 প্রার্থীর বয়সসীমা
18 থেকে 37 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য। সঙ্গে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে।
পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ 2024 মাসিক বেতন
নিয়োগের পর পর মাসিক বেতন 11,000/- টাকা থেকে শুরু হবে এখানে।
WB Kanyashree Prakalpa Recruitment 2024 কর্মী নিয়োগ প্রক্রিয়া
বেশ কয়েকটি ধাপের মধ্য দিয়ে প্রার্থীদের কর্মী পদে নিযুক্ত করা হবে। বিভিন্ন ধাপে সব মিলিয়ে 100 নম্বর থাকছে। ধাপ অনুযায়ী নম্বরের বিভাজন নিচে দেওয়া হলো।
1. লিখিত পরীক্ষা – 40 নম্বর
2. কম্পিউটার টেস্ট – 50 নম্বর
3. পার্সোনালিটি টেস্ট – 10 নম্বর
পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ 2024 আবেদন পদ্ধতি
খুব সহজেই নিম্নে প্রদত্ত ধাপ অনুসরন করে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
1. সেক্ষেত্রে নিচে দেওয়া অনলাইন আবেদনের লিংকে ক্লিক করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম খুলে হবে।
2. এই ফর্মটি খুব ভালো করে নিজের যাবতীয় তথ্য দিয়ে ভালো করে পূরণ করে ফেলুন।
3. এক্ষেত্রে সবার প্রথমে পদের নাম সিলেক্ট করুন, নিজের নাম, অভিভাবকের নাম, ক্যাটাগরি, জেন্ডার, জাতীয়তা, জন্মতারিখ, বয়স, মোবাইল নম্বর, ইমেল, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, ওয়ার্ক এক্সপেরিয়েন্স ইত্যাদি তথ্য দিন।
4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং একটি সিগনেচার আপলোড করে দিন।
5. সবশেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
WB Kanyashree Prakalpa Recruitment 2024 আবেদনের সময়সীমা
আগামী 16/04/2024 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |
Apply Online | Click Here |